'আমাদের রোজা'
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০১ জুলাই, ২০১৪, ১২:৫৫:৫৫ দুপুর
সেহেরিতে কি খেয়েছেন, পাবদা, ইলিশ মাছ ছিল?
জানেন কিছু, ভাবী নাকি মীনাবাজার যাচ্ছিল?
আরে না ভাই, রাস্তা ঘাটে যা-তা রকম রিস্ক ছিল,
মুভি দেখেই কাটছে সময়, ভালো কিছু ডিস্ক ছিল।
সেহেরিতে খাইনি তেমন, পেটে কেমন গ্যাস ছিল,
ছোট শালা আসলো বাসায়, পাওনা কিছু ক্যাশ ছিল।
তার কারনেই সর্ষে ইলিশ, মাগুর মাছের পাতলা ঝোল,
শালা আমার মাছের পাগল, সাথে ছিল, কাতলা, শোল।
বিফ খাবো কি? ঝালের চোটে মুখের ভেতর জ্বলছিল,
দইটা শেষে খেতেই হোল, গিন্নী অত বলছিল।
আহা দাদা, লজ্জা কেন? আমার কথা শুনুন না,
কি খেয়েছি ইফতারীতে, আঙ্গুলে কর গুনুন না।
আঙুর ছিল খাঁটি ভীষণ ফরমালিনের চিন্তা নাই,
আম এনেছি চাঁপাই থেকে, আহা কি স্বাদ ধিন তা নাই।
কমলালেবু, অ্যাপেলগুলোও, আহা হা হা সেই রকম,
খেজুর এলো কাতার থেকে, এত্তটুকু নাই জখম।
নাশপাতিটা রসের সায়র, এমন স্বোয়াদ আরতো নাই,
আমার মতন এমন জোগাড় আরতো কেউ পারত নাই।
দুধ এনেছি সাভার থেকে, খামারের ওই গাইটা লাল,
অর্ডার দিলাম ক্ষীরশাপাতির, আসবে চলে আজ বা কাল।
আহ মিয়া ভাই, এই না হলে, জমল রোজার আয়েশটা,
ঝাল খেয়েছেন? টক খেয়েছেন? টেস্ট করেছেন পায়েশটা?
কিন্তু দাদা, রোজা মানে, শুধুইতো নয় খাওয়াটা,
ক্ষিদের জ্বালায় কাঁদছে যে জন, তাহার কষ্ট পাওয়াটা।
একটুখানি ভাবুন দেখি, যে ছেলেটার তিন বেলা,
যাচ্ছে কেটে জাবর কেটে, দুপুর, রাত্রী, দিন, বেলা।
যে শিশুটা পথে-ঘাটে, ডাস্টবিনটা রোজ ঘাটে,
ক'খানা হাড় তার পাজরে, কি করে তার দিন কাটে?
কি করে তার পেটের ভেতর ছুঁচো ইঁদুর ডন কষে,
করেছেন কি সে হিসাব টা এত্তটুকুন মন কষে?
রোজা মানে ত্যাগের হিসেব, সংযমেরই শিক্ষাটা,
আপনি দাদা আমায় দিলেন এ-কি রোজার দীক্ষাটা?
ওকি দাদা, ওঠেন কেন, বলেছি কি ভুল কিছু?
রোজা মানেই ত্যাগের মহান ছড়িয়ে দেয়া ফুল কিছু।
-সাদাত হোসাইন
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন