রমযানের গান

লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ০১ জুলাই, ২০১৪, ০১:৪৭:০৫ দুপুর

(গানটি এ এ্যালবামে আছে)



সিয়ামের রঙ দিয়ে আমার দেহ মন দাও ভরিয়ে

দুনিয়ার কোন লোভে

না পাওয়ার কোন ক্ষোভে

কোন রিপু জমা হলে মনের দুয়ার থেকে দাও সরিয়ে (প্রভু)

আমার দুচোখ যেন দুনিয়ার ভালো কিছু দ্যাখে

আমার কলম যেন তোমার গুণের কথা ল্যাখে

ভাবনায় থাকে যেন তোমার সে বিশালতা

সিজদার অমীয় সুধা মনের পোষাক করে দাও পরিয়ে

দেহে ক্ষুধার সাথে মনের নাপাক ক্ষুধা

পানাহ দাও সিয়ামের ছোঁয়াতে

জান্নাতি স্বপ্নে জীবন যেন গো চলে

বিমুখ হই না যেন শয়তানী কোন আলো- ধোঁয়াতে

ক্ষমার হাতটা প্রভু বাড়িয়ে রেখো আমার জন্য

সওয়াবের ফুলে ফলে জীবনটা করে দিও ধন্য

শান্তির রাইয়ানে অধিকার দিয়ে দিও

তোমায় দেখার দিনে তোমার দেখাতে মন দিও ভরিয়ে ।

কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ ০১৭১৬ ২৪৫০০২

সুর: হাফিজ আশরাফ ০১৭৪৪ ৮১৩৭৩৪

বিষয়: বিবিধ

১৪১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240540
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
240578
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৪
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
240594
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
240598
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৮
উমাইর চৌধুরী লিখেছেন : সুন্দর অনেক ! ধন্যবাদ অনেক Happy
240621
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৪
প্রবাসী আশরাফ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File