আমি-ই মেয়ে / আমি-ই ছেলে!

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০১ জুলাই, ২০১৪, ১২:৪৮:১৩ দুপুর

যে সব বাবা/ মায়ের ছেলে নেই শুধু মেয়ে আছে আর যেসব মেয়ের ভাই নাই শুধু বোন আছে তাদের মেয়ে এবং ছেলের ভূমিকাটা দুটোই পালন করতে হয়! অনেক বাবা/ মা’ই মেয়ে থাকলে ছেলের জন্য আফসোস করে! আবার অনেকে হতাশায় ভুগে বংশ প্রদীপ কে জ্বালাবে এই ভেবে! এখনো মেয়েদের নিয়ে এই ধরনের হীনমন্যতা দূর হয়নি আমাদের পরিবারগুলো থেকে! অনেক সময় অনেক মেয়েকে বা মেয়ের মা’কেও কথা শুনতে হয় এই নিয়ে! বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, দায়িত্ব এড়িয়ে চলে,পরিবারে ছেলে না থাকলে বাবা-মা অসহায় হয়ে পড়েন! এরকম কত কথা!!

অথচ যে পরিবারে মেয়ে থাকে না সেই পরিবারের ছেলেরা কখনো ছেলে/মেয়ে উভয়ের ভুমিকা পালন করে না কিন্তু যে পরিবারে ছেলে থাকে না সেই পরিবারের মেয়েকে মেয়ে/ছেলে উভয়ের ভুমিকাটা পালন করতে হয়! এবং অনেক মেয়েরা প্রচলিত সেই সব ভুংবাং ধারণা আর কটূক্তি গুলিকে ভুল প্রমান করে বাবা-মায়ের পাশে থাকে! পালন করে সব দায়িত্ব! আমি আমারটা বলছি-

ভাই না থাকাতে আমরা দু বোন-ই মেয়ে এবং ছেলের ভুমিকায় বাবা/ মা’র পাশে আছি! আমি বড় হওয়াতে সে দায়িত্বটা অনেক বেশি! আশে/পাশে থাকা ঘরের শত্রু বিভীষণদের সাথে লড়তে লড়তে হাফিয়ে ঊঠি--! পরিবারের প্রত্যেকটি বিষয়ে আমাকেই আগে কথা বলতে হয়! ঘরের সমস্যা ছাড়াও বাইরের শত্রুদের মোকাবেলা করতে হয়! আর এসব করতে গিয়ে বাবা-মায়ের থেকে আমার শত্রু সংখ্যা বেশি হয়ে গেছে! বাবা/মা’কে আগলে রাখতে হয়! এমন হতে পারে বাবা-মা’র কথা ভেবে কারো ঘরে আমার যাওয়া হবে না ! (ঘর জামাই নিয়ে থাকতে হবে - আনসারটেইন ) ! যেভাবেই হোক ঘরজামাই এনেই হোক বা ঘরবউ থেকেই হোক আমার বাবা-মা’কে আমাকেই দেখে রাখতে হবে!

** তাহলে কমটা কোথায় করলাম একটা ছেলের থেকে? আর আজকাল তো অনেক ছেলের কারনেই বাবা-মা’রা ভাল থাকেন না! বাবা- মা’দের বৃদ্ধাশ্রমে যেতে হয়! সে তুলনায় আমরা মেয়েরা বাবা-মা’র জন্য অনেক কিছুই করে থাকি যতটা সম্ভব হয় আমাদের দ্বারা !

আর এভাবেই আমরা আমাদের বাবা/মা’র মেয়ে এবং ছেলে হয়ে - যতদিন বেঁচে থাকবো ততদিন আগলে রাখবো! ততদিন তাদের পাশে থাকবো।।

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240513
০১ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৯
প্রেসিডেন্ট লিখেছেন : সংসারের বড় সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক- তাদের বাস্তব জ্ঞান ভাল থাকে। এরা কম্প্রোমাইজ/স্যাক্রিফাইস করে চলতে জানে। স্বার্থপর হয় না। (বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়)।
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৫২
186652
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু তা ঠিক ভাইয়া! আমি আমার বাবা ও মা কে ( দুজনেই পরিবারের বড় সন্তান) একদম নিঃস্বার্থ ভাবে আশ্চর্য রকম সেক্রিফাইস ও কম্প্রোমাইজ করে তাদের পরিবার এর জন্য, বাবা,মা’র জন্য কাজ করে যেতে দেখছি। আর আমিও বড়, আমিও তাদেরকে অনুসরণ করে তাদের মত করেই চলার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ্‌র ইচ্ছা!
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৭
186970
জীবন রাহমান লিখেছেন : আমার বউ এক্ষেত্রে ব্যতিক্রম। কম্প্রোমাইজ/স্যাক্রিফাইস একদম নাই, যদিও সে সংসারের বড় সন্তান...........Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
187428
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : তাই না কি?
240526
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৫২
186653
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ !
240528
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : দোয়া রইল আপনার জন্য। আপনি এত মহত্‍, না জানি আপনার বাবা-মা কত মহত্‍! আপনার মত মানষিকতা সবারই থাকা উচিত্‍।
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৫
186654
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : না ভাই নিজেকে মহৎ বলবো না ! হ্যাঁ আমার বাবা- মা’কে সেইরকম-ই একজন মানুষ বলবো- যারা একদম নিঃস্বার্থ ভাবে আশ্চর্য রকম সেক্রিফাইস ও কম্প্রোমাইজ করে তাদের পরিবার এর জন্য, বাবা,মা’র জন্য কাজ করে যাচ্ছে! আমি তাদেরকে নিয়ে গর্ব করতেই পারি! তবে নিজে কতটুকু করতে পারছি তা জানি না। দোয়া করবেন। ধন্যবাদ !
240569
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:১০
প্রবাসী মজুমদার লিখেছেন : এমন হতে পারে বাবা-মা’র কথা ভেবে কারো ঘরে আমার যাওয়া হবে না ! (ঘর জামাই নিয়ে থাকতে হবে - আনসারটেইন ) ! যেভাবেই হোক ঘরজামাই এনেই হোক বা ঘরবউ থেকেই হোক আমার বাবা-মা’কে আমাকেই দেখে রাখতে হবে!

খুব কষ্ট লেগেছে কথাগুলো পড়ে। আপনার প্র্ত্যয় আর দায়ীত্ববোধ দেখে ভাল লেগেছে। মেয়েরা তাদের মা বাবাকে কখনও বিদ্যাশ্রমে পাঠাবেনা, এটা ১০০ পার্সেন্সট গ্যারান্টি। আবার বড় আপার নাতি পুতি হয়ে গেছে। এখনও গেলে মনে হয় কলিজাটা খাইয়ে দেবে। মেয়েদেরকে আল্লাহ এমন করে বানিয়ে দিয়েছে বলেই পৃথিবী টিকে আছে।
০১ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
186801
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাইয়া! কতটা পারবো তাদের জন্য কিছু করতে জানি না তবে আমার যতটুকু সম্ভব করে যাচ্ছি, যাবো, বাকিটা আল্লাহ্‌র ইচ্ছা! দোয়া করবেন! তবে ছেলেদের ও বাবা-মা’য়ের প্রতি তাদের দায়িত্বটা যথাসম্ভব পালন করা উচিত! বউ এর কথায় হোক আর নিজের কারনেই হোক, কোন বাবা,মা’কে বৃদ্ধাশ্রমে পাঠানোটা চরম অন্যায় !
240627
০১ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৮
প্রবাসী আশরাফ লিখেছেন : ভাল লাগলো পিতা-মাতার প্রতি আপনার আবেগ দেখে।
০১ জুলাই ২০১৪ রাত ০৮:১৮
186802
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ! দোয়া করবেন!
240950
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৮
ছিঁচকে চোর লিখেছেন : প্রবাসী আশরাফ লিখেছেন : ভাল লাগলো পিতা-মাতার প্রতি আপনার আবেগ দেখে।

আমিও তাই বলি। Day Dreaming Day Dreaming Day Dreaming
০৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৫৬
187287
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাই! তবে শুধু আমার আবেগ দেখলেই কি চলবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File