০০০০ক্লাস নিবেন তেঁতুল হুজুর০০০০

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১৮:৪৪ সকাল



ম্যাডামঃ এই মেয়ে তুমি হিজাব

পড়ে ক্লাস করছ কেন?

তুমি জাননা হিজাব করা মেয়েদের

আমার মনে হয় খ্যাত, পাকেট করা।

ছাত্রিঃ ম্যাডাম, আপনিও

তো শাড়ি পড়েই পড়াচ্ছেন। আপনার

প্যাকেটের সাথে আমার প্যাকেটের

তো খুবি অল্প ডিফারেন্স। শুধু চুল

আর হাতের।

ম্যাডামঃ শাড়ি পড়বনা মানে?

কি বল এসব। তো ইজ্জত আর

সম্ভ্রমের ব্যাপার আছেনা?

ছাত্রীঃ ঠিকি ধরেছেন ম্যাডাম।

মুসলিমাহদের ইজ্জত আর সম্ভ্রম

আপনাদের থেকে বেশি তো, তাই

আরেকটু বেশি কাপড় পড়তে হয়। যার

ইজ্জত যত কম তারা কাপড়ও তত কম।

ম্যাডামঃ তুমি কি জাননা হিজাব

হছে পরাধীনতার প্রতিক। এখনই

খুলে ফেল!!

ছাত্রীঃ ম্যডাম, কাপড় এর পরিমান

যদি স্বাধীনতা আর পরাধীনতার

মাপকাঠি হয়,

তাহলে দেখা যাচ্ছে, আপনিও

তো আমার থেকে খুব

একটা বেশি স্বাধীন না। যদি স্বাধীনতার কথাই বলতে হয়,

তাহলে ম্যাডাম

আপনি পুরোপুরি স্বাধীন হয়ে আসুন।

তখন বোধহয় আপনার

মুখে স্বাধীনতা বুলি আরো বেশি মানানসই

হবে।

ম্যাডামঃ তোমাদের এইসব কাপড়

হোল মধ্যযুগীয়।

আধুনিকতা বিবর্জিত।

ছাত্রীঃ দুঃখিত ম্যাডাম,

আপনি আবারো একটি ইল লজিক

উপস্থাপন করলেন। কাপড়

দিয়ে যদি যুগের বিচার করতে হয়,

তাহলে তো আদিম যুগের

গুহাবাসিনিদের বোধহয় সবচেয়ে কম কাপড় ছিল। আর

যদি আধুনিকতার প্রশ্ন তুলেন,

তাহলে বলতে হয় বর্তমান কালেও

বনে বাদাড়ে ঘুরে বেড়ানো অসভ্য

জাতিরাই কম কাপড় এবং কিছু

ক্ষেত্রে পড়েওনা।

ম্যাডামঃ উফফ, তোমার মত মস্তিষ্ক

অবরুদ্ধ, অন্তঃসারশূন্য মেয়ের

ক্লাস নেয়া আমার পক্ষে সম্ভব না।

তোমার মত মেয়েদের ক্লাস

নেবে তেঁতুল হুজুররা।

ছাত্রীঃ এতক্ষনে একটা উচিত

কথা বললেন ম্যাডাম।

হুজুররা ক্লাস নিলে বোধহয়

আমাদের ক্যাম্পাসে এত

ছাত্রী ধর্ষণ, নিপীড়ন আর হতোনা।

ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বেলানোর

সাহসও কেউ করতোনা। আর

হুজুররা ক্লাস

নিবে নাতো কি অমি পিয়ালরা নেবে?

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175774
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৩
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সত্যিই ভালো লেগেছে পোস্টটি। ধন্যবাদ।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
129096
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য
175787
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
আহমদ মুসা লিখেছেন : উচিত কথা একেবারে। বর্তমান যুগের প্রতিবাদী ঈমানদার ছাত্রীদের এভাবে বুদ্ধিবৃত্তিক পদ্ধতিতে বাতিলের মোকাবিলা করার সাহস অর্জন করতে হবে। তবেই শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টর ও বিভাগে চেপে বসা অপদার্থগুলোর মূখে চুনকালি পড়বে।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
129097
সত্য নির্বাক কেন লিখেছেন : আমাদের বোনেরা নিশ্চয় জাহেলিয়াতের চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেস্টত্ব প্রমানের যোগ্যতা অর্জন করবে ইনশেয়াল্লাহ।
175790
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Surprised Talk to the hand Angel Angel
আহরে!!
ম্যাডাম যে স্কার্ট পড়তে বলেননাই তাই অনেক।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
129098
সত্য নির্বাক কেন লিখেছেন : হয়ত
175792
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৯
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ..খুব সুন্দর হয়েছে..Happy
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
129099
সত্য নির্বাক কেন লিখেছেন : যাযাকাল্লাহ.... হায়াকাল্লাহ..
175795
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩১
েনেসাঁ লিখেছেন : মাশাল্লাহ্। সুন্দর লেখা।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
129101
সত্য নির্বাক কেন লিখেছেন : লিখা সুন্দর কিনা জানি না হয়ত আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর...
175828
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৮
বিন হারুন লিখেছেন : ম্যাডাম একটু সভ্যছিল বলে, রাগ করে শাড়ি খুলে ফেলে দেয়নি. আরেকটু বেহায়া হলে তা-ই করত.
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৮
129102
সত্য নির্বাক কেন লিখেছেন : হয়ত তাই
175835
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
শফিউর রহমান লিখেছেন : যেদিন মানুষ সত্যি কথা (তেতো হলেও) বলতে ভুলে যাবে সেদিন থেকে মিথ্যার জয় হতে শুরু করবে।
সত্যি কথাগুলোকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
129094
সত্য নির্বাক কেন লিখেছেন : ফারাবী আমি রব হল ২২৭
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
129107
শফিউর রহমান লিখেছেন : বুঝলাম না মনে হয়।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
129371
সত্য নির্বাক কেন লিখেছেন : আমি মহি...।
176586
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১০
মোহাম্মদ লোকমান লিখেছেন : অসাধারণ! অনেক ধন্যবাদ আপনাকে।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
129812
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকেও..।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File