আমি আমার পদত্যাগ চাই

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪০:৪৩ সকাল

মুদ্রার এপিঠঃ পরীক্ষা দেয়ার পর রেজাল্ট চাইতে হয়, রেজাল্টের জন্য আন্দোলনে নামতে হয়- এরচেয়ে দূর্ভাগ্য আর নেই!

মুদ্রার ওপিঠঃ যাদেরকে আমি দিনের পর দিন দরদ দিয়ে যত্ন করে শিখিয়েছি, যাদের সুখে-দুঃখে পাঁচ-ছয় বছর পাশে থেকেছি; তারাই আমার বিরুদ্ধে শেষ পর্যন্ত দাড়িয়ে যায়- এরচেয়েও বড় দূর্ভাগ্য আর নেই!

আমি আমার পদত্যাগ চাই! যে আমার কারনে শিক্ষার্থীদের সাফারিং হয়, পরীক্ষা দিয়ে মাসের পর মাস করিডোরে ঘোরাঘুরি করে, হাতজোড় করে বলে- "স্যার রেজাল্টটা একটু দেখবেন; আমরা বললে তো উনি ঝারি দেন, আপনি দয়া করে অমুক স্যারকে একটু বলবেন"।

আজকের এই সঙ্কটের জন্য শিক্ষক-শিক্ষার্থী উভয় পক্ষের দায় রয়েছে। একটি কোর্সের মনোগ্রাফ পেপার জমা দেয়ার ডেট নোটিশ হবার পরে একজন ছাত্রেরও পেপার জমা না পড়া এবং এরপরে ছয়-সাত মাস ধরে মনোগ্রাফ জমা নেয়া; চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেয়ার সময় প্রথম বর্ষের কোর্স কমপ্লিট করা- এগুলো ভালো উদাহরণ নয়। মানবিক কারন দেখিয়ে একটা অনিয়মের সুযোগ নিয়ে আবার সেই অনিয়মের বিরুদ্ধে বলা- এটিও ভাল উদাহরণ নয়।

যাহোক, দশ বছরের শিক্ষকতা জীবনে অনেক অভিজ্ঞতা লাভ করেছি- আরও করব আশা করছি। কমিটেড হয়েই এই ব্রতচর্চায় এসেছি, এবং ভাল উদাহরণ হয়েই এখানে থাকতে চাই!

আরও অনেক-কিছু বলতে চাই পর্যায়ক্রমে--

বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175789
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কেীতুহলি!!
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
129772
সুমন আখন্দ লিখেছেন : Worried
175803
১১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
সজল আহমেদ লিখেছেন : মাথা চুলকাইতেছি আপনার পোষ্টটি পড়ে।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
129774
সুমন আখন্দ লিখেছেন : :Thinking
175821
১১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চুক চুক-
আপনি কি বলতে ছাইছেন প্রথম বুঝলামনা, পরে যা বুঝার বুইজ্ঝা গেছি- চুক চুক
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
129775
সুমন আখন্দ লিখেছেন : Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File