আপাতত দূর হ!অসভ্য কোথাকার!

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৮ জানুয়ারি, ২০১৪, ০৩:২৫:৩৭ দুপুর



¤কীভাবে ধর্ষনের হাত থেকে বাচা যায় তা নিয়ে শিক্ষামূলক বার্তা দেয়া হচ্ছে ভারতের রেডিও-টেলিভিশনগুলোতে।

বাসে কলেজ ছাত্রীর ঘটনার পর,সেদিন একই ঘটনা ঘটলো ডেনিশ মহিলাকে নিয়ে।

যেই দেশের নারীরা রাস্তায় চলাচল করতে গেলেই ধর্ষনের শিকার হয় তারাই যখন আমাদের দেশ এসে 'নারী উন্নয়নের দীক্ষা' দেয় তখন মন চায় তাদের বুডিগঙ্গার পানিতে চুবাতে।

¤বাংলাদেশে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা দরকার,জামাতের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে,,এই দাবী করতে করতে ভারতীয়রা আমাদের কান ঝালাপালা করে দিচ্ছে।

অথচ তাদের দেশেই বিজেপির মত উগ্র সাম্প্রদায়িক দল আছে যারা আবার আগামীতে ক্ষমতায়ও বসতে যাচ্ছে।তো তোমরা কেন বিজেপিকে নিষিদ্ধ কর না?এই প্রশ্ন করলে তারা ললিপপ চুষতে থাকে বিধায় উত্তর দিতে পারে না।

¤বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হইছে,যশোরে হিন্দুদের মেরে ফেলতেছে বলে ভারতীয়রা নাকে-মুখে ফেনা তুলতেছে,অথচ তাদের দেশে প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়,,এসবের মূল হোতা নরেন্দ্র মোদীকেও প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

এসব নিয়া তাদের প্রশ্ন করলে তারা বলে,'মাল খেয়েছি,ঘুমোতে দাও'।

এই অসভ্য ভারত সরকার যখন আমাদের জ্ঞান দিতে আসে,অভ্যন্তরীন বিষয়ে নাক গলাতে আসে তখন মন চায় একটা থাপড দিয়া বলি,'আগে নিজের দেশের ৬০% মানুষ,যারা খোলা আকাশের নীচে প্রাকৃতিক কর্ম সম্পাদন করে,তাদের টয়লেট বানায় দাও।

আগে সভ্য হও,তারপর কথা বলতে আসিও।আপাতত দূর হ!অসভ্য কোথাকার!

বিষয়: বিবিধ

২০৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163937
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
সত্য নির্বাক কেন লিখেছেন : বর্তমানে ভারত চালায় হিন্দুরা। আজ দিনে-রাতে, পথে-ঘাটে-মাঠে, বাসে নারীরা ধর্ষিত হয়।

একদিন ভারত শাসন করত মুসলিমেরা। কেমন ছিল সেদিন ভারতে নারীদের অবস্থা?
এই ছোট্ট একটি মাত্র উদাহরণ থেকে অনুমান করে নিন।

এক অমুসলিম বুড়ি সম্রাট জাহাঙ্গীরের দরবারে বলল, জাহাপানা আমি আপনার নিকট এসেছি নালিশ করতে। আমার বাড়ি আপনার বাড়ির খুবই নিকটে। আমার ছেলে বর্তমানে যুদ্ধে নিয়োজিত আছে আপনার সেনাবাহিনীর সাথে।

আমার এক সুন্দরী পুত্রবধু আছে। প্রতিদিন রাতে কোন এক বেয়াদব আমার বাড়িতে হামলা করে। আর আজ রাতে হয়ত সে আমার পুত্রবধুর ইজ্জত নষ্ট করার চেষ্টা করবে। হয় আপনি ঐ শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন নতুবা আজ রাতটা আমাদের নিরাপত্তা দিন, আমরা আগামীকাল আপনার রাজ্য ছেড়ে চলে যাব।

সম্রাট জাহাঙ্গীর চুপ করে আছেন।
বৃদ্ধা তাকে চুপ থাকতে দেখে রেগে গেলেন এবং বললেন, জাহাঙ্গীর আমি তোমাকে জন্মাতে দেখেছি। তুমি যদি দায়িত্ব না নেও, আর যদি আজ রাতে আমার পুত্র বধুর ইজ্জত নষ্ট হয় তবে জেনে রাখ জাহাঙ্গীর, তুমি যে আল্লাহকে বিশ্বাস কর, কাল কেয়ামতের দিন তোমার ঐ আল্লাহর নিকট আমি তোমাকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাব।

সম্রাট জাহাঙ্গীর তখনও কিছু বললেন না। বুড়ি চলে গেলেন। সম্রাট জাহাঙ্গীর নিজে ঐ রাতে বুড়ির বাড়ির নিকটে চলে গেলেন। তিনি দেখলেন বাড়ির বাইরে একজন প্রহরী ও ঘোড়া। তিনি প্রহরীকে তলোয়ার দিয়ে হত্যা করে ঘোড়ার পিঠে পা দিয়ে দেওয়াল টপকে বাড়ির ভিতর প্রবেশ করলেন। ভিতর হতে মহিলার চিৎকার। বাইরে বুড়ি বেচারা একা দাঁড়িয়ে। বাইরে টিম টিম করে আলো জ্বলছে। জাহাঙ্গীর বুড়িকে তাড়াতাড়ি আলো নেভাতে বললেন।

এরপর তিনি সেই শয়তানটাকে চুলের মুঠি ধরে তরবারি দিয়ে তার দেহ হতে মস্তক আলাদা করে ফেললেন। বুড়িকে আলো জালাতে বললেন। তিনি আলোতে মাথাটা ধরে আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিলেন। বুড়িকে বললেন আমাকে পানি দাও। তিনি পানি পান করলেন। বুড়িকে পরেরদিন রাজ দরবারে তার পুত্রবধু সহ আসতে বলে তিনি চলে গেলেন।

পরের দিন জমজমাট রাজদরবারে বুড়ি তার পুত্রবধু নিয়ে হাজির। জাহাঙ্গীর বলছেন বুড়ি তোমাকে কেন আলো নেভাতে বলেছিলাম জান?
বুড়ি বললেন না।

জাহাঙ্গীর বললেন যখন তুমি আমার কাছে নালিশ করেছ তখন আমার চিন্তা হলো এ কাজ হয়ত আমার যুবক ছেলের। যেহেতু তুমি আমার বাড়ির এত কাছে বসবাস কর সুতরাং এত বড় সাহস আমার যুবক ছেলের ছাড়া আর কারো হতে পারে না বলে আমার ধারনা হয়েছিল।

আমি চিন্তা করলাম যদি আলোর সামনে আমার ছেলেকে দেখি তবে হয়ত আমার মনে দূর্বলতা এসে যেতে পারে। তাতে করে আমি ন্যায় বিচার নাও করতে পারি। এজন্য তোমাকে আলো নেভাতে বলেছিলাম। এরপর তাকে হত্যা করে আলোতে নিয়ে দেখি সে আমার ছেলে নয়। এজন্য আলহামদুলিল্লাহ বলেছিলাম।

আর পানি পান করলাম এইজন্য যখন তুমি আমাকে বলেছ কিয়ামতের দিন তুমি আমার বিরুদ্ধে নালিশ করবে, তখন থেকে ন্যায় বিচার করতে পারব কিনা এই চিন্তায় আমি কিচ্ছু খাইনি এমনকি এক ফোটা পানিও না।

এরপর সম্রাট জাহাঙ্গীর তার মাথার রাজ-মুকুট খুলে সেই অমুসলিম বুড়ির পায়ের নিকট রাখলেন এবং বললেন বুড়ি জেনে রাখ দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার পুত্রবধুর ইজ্জত মুসলমানের কাছে হাজার গুন বেশি মুল্যবান। বেশি মুল্যবান।

মুসলিমদের কাছে সর্বদা অমুসলিমদের অধিকার সংরক্ষিত ছিল। মুসলিমরা হলো সবচাইতে বেশি পরম সহিষ্ণু জাতি। যার প্রমাণ আমরা যুগে যুগে পেয়েছি।
ইন্দোনেশিয়া হতে মরক্কো পযর্ন্ত মুসলিমরা শাসন করেছে আটশত পঞ্চাশ বছর। ভারতবর্ষকে শাসন করেছে প্রায় নয়শত বছর।

মুসলিমরা যদি পরধর্ম সহিষ্ণু জাতি না হতো তাহলে এখানে অমুসলিমদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না..............।

-সংগৃহীত
163943
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
হতভাগা লিখেছেন : ভয় নাই ভাই । ভারতীয়রা এখন এই রিভলবার বাজারে ছাড়তেছে মহিলাদের জন্য - ধর্ষণের ইনস্ট্যান্ট প্রতিষেধক হিসেবে ।


১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
118231
আহমদ মুসা লিখেছেন : এই রিভলবার কি ধর্ষণ পতিরোধের জন্য নাকি দর্ষণে বাধ্য করার জন্য সাপ্লাই করা হচ্ছে? যেখানে সানি লিউনদের মত ইন্টারন্যাশনাল বেইশ্যারা ভারতীয়দের অনুসরণীয় মডেল? যেখানে শতকরা ৫০ ভাগের বেশী মানুষ পাবলিক প্লেসে ন্যংটো হয়ে মলমূত্র ত্যাগ করে সেখানে এজাতীয় অস্ত্র তো ধর্ষণে বাধ্য করার মত পুরুষ নির্যাতনের নতুন পদ্ধতিই মনে হচ্ছে।
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
118242
হতভাগা লিখেছেন : '' ছেলেটির জামার সামনের অংশ ছেঁড়া হলে ছেলেটি দোষী , মেয়েটি নির্দোষ ; আর জামার পেছনের অংশ ছেঁড়া হলে মেয়েটি দোষী , ছেলেটি নির্দোষ '' সূরা -ইউসূফ

আপনি যদি পাড়ার রোমিও হন তাহলে এটা আপনার তার কাছে আসার বিরুদ্ধে ব্যবহার করা হবে ; আর যদি শাহরুখ/অক্ষয় হন তাহলে আপনাকে কাছে টানার জন্য ব্যবহার করা হবে ।

163962
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
118224
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।।
163969
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫১
আহমদ মুসা লিখেছেন : বেনা সিক্রি আর পংকজ শরমীহনদের কথা বলছেন?
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
118388
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি ভাই ।
নির্বাচনে বিএনপির জয় মানে ভারতের জন্য দুঃসংবাদ। পড়ুন http://dailynayadiganta.com/details.php?nayadiganta=MTA0NTc=&s=Nw==
163990
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সানি রিওন দের বেচে কোটি টাকার ব্যবসা। ধর্ষন কান্ডের পর মিডিয়ার হাজার কোটি টাকার ব্যবসা। সরকারও পিছিয়ে থাকবে কেন। তাই রিভলবার বেচে ব্যবসার ধান্দা। নিজেরা সবকিছুতেই ব্যবসা করছেন আর আসছে উপদেশ দিতে। বৃহত গনতন্ত্র হতে পারলেও ভারত এখনও বৃহত জনকল্যানমূলক দেশ হতে পারেনাই।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
118386
সত্য নির্বাক কেন লিখেছেন : দিল্লির ‘খোঁড়া হাঁস’ সরকার বাংলাদেশ ইস্যু মোকাবেলা করতে পারবে না। ব্যক্তি ও রাজনীতির ঊর্ধ্বে একটি মৌলিক প্রশ্ন আমরা নিজেরাই নিজেদের করা উচিত। তা হলো, ভারতের স্বাধীনতার ৬৬ বছর পরেও এই অঞ্চলে নয়া দিল্লির প্রভাব না বেড়ে কেন বরং সঙ্কুচিত হচ্ছে?
164441
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
ভিশু লিখেছেন : ভালো বলেছেন!
Chatterbox Happy
Good Luck Rose
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১১
119023
সত্য নির্বাক কেন লিখেছেন : ভিশু ভিশু প্রিয় ভিশু ভীষণ ভালো পায়.।.।.।.।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File