গত বছর পারিনি এ বছর পারব

লিখেছেন লিখেছেন সত্য এবং সুন্দর ১৮ জানুয়ারি, ২০১৪, ০৩:৫২:২২ দুপুর

আগের বছর করা হয়নি তো কি হয়েছে? সব ভুলে করে ফেলি নতুন বছরের পরিকল্পনা। মডেল: ইয়াসির, মারজানা ও জনি। ছবি: কবির হোসেনকরি করি করেও করা হয়নি এমন অনেক কাজ আছে। যেগুলো করতে চেয়েছিলেন গত বছর, পারেননি। এ বছর তা করতেই হবেই। সব অলসতা, প্রতিবন্ধকতা কাটিয়ে নতুন বছরে কাজগুলো করেই দেখাবেন—সে কথাই জানাচ্ছেন কয়েকজন।

আবার চাকরিতে যোগ দেব

ফারিয়া মোশারফ, গৃহিণী

২০১০ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছি। এরপর ব্যাংকে যোগ দিই। ২০১২ সালে আমার মেয়ে আরফা সিদ্দীকা জন্মগ্রহণ করে। সন্তান দেখভালের কারণে চাকরি ছেড়ে দিয়েছিলাম। ২০১৩ সালে কিছু সংকল্প ছিল। এক, যেভাবেই হোক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দুই, আবার পেশাগত জীবনে ফিরে যেতে চাই। তিন, ভালো মা ও স্ত্রী হিসেবে পরিবারে ভূমিকা পালন করতে চেয়েছি। তিনটি ইচ্ছা পূরণ করার প্রক্রিয়া এখনো চলছে। বিবিএ নিয়ে পড়েছিলাম। এ কারণে সামনে কোনো ব্যাংক অথবা বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করতে চাই। সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার প্রক্রিয়াটা এখনো চলছে।

পরিবার নিয়ে ঘুরতে যাবমো. রেজাউল হোসেন

মো. রেজাউল হোসেন

মানবসম্পদ কল্যাণ কর্মকর্তা, নেসেল বাংলাদেশ লিমিটেড

আমার জীবনের একটি বিশেষ বছর ছিল ২০১৩। কেননা, আমি পছন্দের মানুষকে বিয়ে করেছি। রাজনৈতিক অস্থিরতার জন্য নির্ধারিত তারিখের এক দিন আগেই বিয়ে করে ফেলেছিলাম। গত বছর বিয়ের অনুষ্ঠান করতে পারিনি। এ বছরের মাঝামাঝি সময় অনুষ্ঠানটা করে ফেলব। ইচ্ছা ছিল গত বছরের শেষ দিকে সুন্দরবন ঘুরতে যাওয়ার। নানা কারণে যেতে পারিনি। এ বছর স্ত্রীকে নিয়ে সুন্দরবন ও থাইল্যান্ডে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। আমি আড্ডা দিতে পছন্দ করি। গত বছর বন্ধুদের একদমই সময় দিতে পারিনি। এবার প্রতি মাসে অন্তত একটি দিন বন্ধুদের জন্য রাখতে চাই। নতুন বছরের নতুন একটি সংকল্প নিয়েছি। ছয় মাসে একবার পুরো পরিবারসহ দর্শনীয় কোনো জায়গা ঘুরতে যাব।

ফারহানা হককাজে উন্নতির চেষ্টা করব

ফারহানা হক

জ্যেষ্ঠ কর্মকর্তা, ফরেন এক্সচেঞ্জ বিভাগ, প্রাইম ব্যাংক

২০১৩ সালে পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ কিছু করার কথা ভেবেছিলাম। কিছুটা হয়েছে, বাকিটা এ বছর করার চেষ্টা করব। পেশাগত জীবনে উন্নতি করার জন্য আরও পড়াশোনা করার ইচ্ছা ছিল। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ভর্তি হয়েছি। গত বছর আমার বিয়ে হয়েছে। এ বছর সংসার শুরু করব। আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। নেপাল যাওয়ার স্বপ্ন অনেক দিনের। ইচ্ছা আছে এ বছর নেপাল আর ইন্দোনেশিয়া যাব। ২০১৩ সালে ফেসবুকে এক্সেলিং এক্সেল নামে একটি পেজ খুলেছি। উদ্দেশ্য ছিল যারা আগ্রহী, তাদের এই পেজটির মাধ্যমে এক্সেলের বিভিন্ন বিষয় জানাব বা শেখাব। আমার স্বামী এত দিন কাজ করছিল পেজটির জন্য। এ বছর থেকে এ পেজটির প্রচারে আমিও কাজ শুরু করব।

সংগ্রহের বই পড়ব

ফাহমিদা আমিন

সহকারী মিডিয়া ব্যবস্থাপক, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড

ব্যক্তিগত এবং কর্মজীবন মিলিয়ে তালিকায় এমন অনেক কাজ আছে, যা আমি ২০১৪ সালে করতে চাই। কারণ, গত বছর অনেক কিছুই অসমাপ্ত রয়ে গিয়েছে। চেষ্টা করব হাল ছেড়ে না দিয়ে কাজ শেষ করতে। ২০১৩ সালে অফিসের কাগজপত্র আমি গুছিয়ে রাখতাম না। কিন্তু এ বছরের প্রথম দিন থেকেই এ কাজটা করছি। অনেকগুলো বই সংগ্রহ করেছিলাম গত বছর। কিন্তু বিভিন্ন কারণে বইগুলো পড়া হয়নি। এ বছর ওগুলো পড়ব, সেই ইচ্ছা আছে। আমি খুব ভ্রমণপ্রিয়। গত বছর তেমন কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি। কিন্তু এ বছর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে।

অনুলিখন: রয়া মুনতাসীর ও তন্ময় দেবনাথ

শীতার্তদের জন্য বেশি কাজ করব

ফেরদৌস রহমান

পঞ্চম বর্ষ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

নতুন বছরে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা করাটা জরুরি। পাঁচ বছর আগে যখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়, তখন সত্যি নিজেকে ভাগ্যবান ভাবতাম।

এই পাঁচ বছরে পড়াশোনার পাশাপাশি সন্ধানী ছাড়াও কলেজের সাংস্কৃতিক সবকিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। জীবনটাকে কাছ থেকে দেখার ইচ্ছা ছিল, যাতে জীবনের মূল্য বুঝে মানুষের অসুখটাও সারিয়ে তুলতে পারি। গত বছর সন্ধানী সঙ্গে থেকে শীতার্তদের জন্য কিছু কাজ করেছিলাম। তবে যতটুকু চেয়েছিলাম, ততটুকু পারিনি। এবারের প্রত্যাশা তাই একটু বেশি।

নতুন কাজে যোগ দেবমো. রবিউল ইসলাম

মো. রবিউল ইসলাম, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

একটা সময় ভাবতাম, জীবনের লক্ষ্য সব সময় অটুট থাকে, কিন্তু পরিস্থিতি অনেক সময় অনেক কিছুই বদলে দেয়। পড়ালেখা শেষের দিকে। তাই গত বছর একটা সফটওয়্যার প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে যোগদান করেছি। নতুন বছরে আরও ভালোভাবে কাজ করতে চেষ্টা করব। এ ছাড়া ঘুরে বেড়াতে ভালো লাগে। দেশের মধ্যে অনেক জায়গায়ই যাওয়ার সৌভাগ্য হয়েছে। ইচ্ছা আছে এই মাসেই মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণ করার। চাকরি করা এবং বিদেশ ভ্রমণ এই দুইটাই গত বছরের উল্লেখযোগ্য পরিকল্পনা ছিল, যা ২০১৪ সালে পূরণ হবে বলে আশা করি।

(প্রথম আলো থেকে সংগৃহীত)

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163948
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
163961
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
163976
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
সত্য এবং সুন্দর লিখেছেন : thnx

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File