ব্লগার আসিফ মহিউদ্দিনের দেশ ছেড়ে পলায়ন !!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৮ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:০১ বিকাল

ইসলাম ও হজরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি অসাল্লামের বিরদ্ধে কুত্সা রটনাকরি ইসলাম বিদ্ধেষী ব্লগার আসিফ মহিউদ্দিন দেশ ছেড়ে পালিয়েছে ৷ কিন্তু আমি মনে করি সে পালায়নি তাকে পরিকল্পিত ভাবে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে, আইনগত ভাবে তার পক্ষে দেশ ছাড়া সম্ভব ছিলনা কারন রার বিরদ্ধে মামলা চলছে সে এখন জামিনে আছে ৷ এমন গুরুত্বপূর্ন মামলার আসামির দেশ ত্যাগ করা কিছুতেই আইনানুগ নয় ৷

তাই আমি মনে করি সরকার ইচ্ছাকৃত ভাবে আসিফ মহিউদ্দিনকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যাতে মামলা থেকে তাকে মুক্ত রাখা যায় ৷

আরো একটা উদ্দেশ্য হতেপারে; তা হলো সে যেন বিদেশের মাটিতে বসে আরামে ইসলাম ও মুসলমানের বিরদ্ধে কটুক্তি করতে পারে ৷

তবে সরকারকে আমরা জনিয়ে দিতে চাই পৃথিবীর যেই প্রান্তেই এই কুলাঙ্গারদের সরকার লুকিয়ে রাখুকনা কেনো ইনশা আল্লাহ একদিন তাদের প্রাপ্ত শাস্তি তাদের বুজিয়ে দেয়া হবে ৷

বিষয়: বিবিধ

১৭৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163968
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫১
হতভাগা লিখেছেন : এ যেন মেঘ না চাইতেই জল !

আমেরিকায় গিয়ে সে আরও ওয়েল ইক্যুইপড হয়ে তার কাজ করে যাবে ।
163977
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
আহমদ মুসা লিখেছেন : এসব ফালতু গর্দভদের নিয়ে আলোচনা করে লাভ কি? আসিফ মদখোরুদ্দিন কিংবা তার সমগোত্রীয়দের ব্যাপারে অনর্থক ব্লগে লেখালেখি তার পরিচিতি বাড়ানোর কি গরজ পড়েছে! আমার মনে হয়ে ইদানিং ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থী লেখক/ব্লগারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের লেখার মানও যথেষ্ট ভাল। এতো দেশপ্রেমিক উদিয়মান লেখকদের ভিড়ে ঐসব গার্বেজগুলোর অস্থিত্বই খুজে পাওয়া যাবে না। অযথা তাদের নাম উল্লেখ করে পরিচিতি করানোর মধ্যে কোন কৃতিত্ব আছে বলে আমি মনে করি না।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
118364
শেষ বিকেলের লিখেছেন : কিন্তু এসব গর্দভরাই আমাদের নবীর সব আকাম-মুকাম ফাঁস করে দেয়। এদের রুখতেই হবে।
দেখেন্নাই এসব গর্দভ কতল করতে এসে হাজার হাজার হেফাজতী মতিঝিলের বদর প্রান্তে বেঘোড় শহীদ হয়ে গেল। ভাগ্যভাল ঐ দিন আপনিও সম্ভবত পালিয়ে বেঁচে শহীদী মরনের হাত থেকে রক্ষা পেয়ে গেছেন।

163984
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
আমি মুসাফির লিখেছেন : তবে এর মধ্য দিয়ে এই সরকার আর একবার প্রমাণ করল তারা নাস্তিকদের দোসর, ইসলাম ও নবী রাসুলদের কটাক্ষকারীদের সহায়তা কারী এবং এই সরকারের মদদেই তারা এই কুকীর্তিগুলো করতে সাহস পেয়েছে।
164107
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৮
শেষ বিকেলের লিখেছেন : কিন্তু এসব গর্দভরাই আমাদের নবীর সব আকাম-কুকাম ফাঁস করে দেয়। এদের রুখতেই হবে।
দেখেন্নাই এসব গর্দভ কতল করতে এসে হাজার হাজার হেফাজতী মতিঝিলের বদর প্রান্তে বেঘোড় শহীদ হয়ে গেল। ভাগ্যভাল ঐ দিন আপনিও সম্ভবত পালিয়ে বেঁচে শহীদী মরনের হাত থেকে রক্ষা পেয়ে গেছেন @ আহমদ মুসা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File