ব্লগার আসিফ মহিউদ্দিনের দেশ ছেড়ে পলায়ন !!!
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৮ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:০১ বিকাল
ইসলাম ও হজরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি অসাল্লামের বিরদ্ধে কুত্সা রটনাকরি ইসলাম বিদ্ধেষী ব্লগার আসিফ মহিউদ্দিন দেশ ছেড়ে পালিয়েছে ৷ কিন্তু আমি মনে করি সে পালায়নি তাকে পরিকল্পিত ভাবে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে, আইনগত ভাবে তার পক্ষে দেশ ছাড়া সম্ভব ছিলনা কারন রার বিরদ্ধে মামলা চলছে সে এখন জামিনে আছে ৷ এমন গুরুত্বপূর্ন মামলার আসামির দেশ ত্যাগ করা কিছুতেই আইনানুগ নয় ৷
তাই আমি মনে করি সরকার ইচ্ছাকৃত ভাবে আসিফ মহিউদ্দিনকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যাতে মামলা থেকে তাকে মুক্ত রাখা যায় ৷
আরো একটা উদ্দেশ্য হতেপারে; তা হলো সে যেন বিদেশের মাটিতে বসে আরামে ইসলাম ও মুসলমানের বিরদ্ধে কটুক্তি করতে পারে ৷
তবে সরকারকে আমরা জনিয়ে দিতে চাই পৃথিবীর যেই প্রান্তেই এই কুলাঙ্গারদের সরকার লুকিয়ে রাখুকনা কেনো ইনশা আল্লাহ একদিন তাদের প্রাপ্ত শাস্তি তাদের বুজিয়ে দেয়া হবে ৷
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমেরিকায় গিয়ে সে আরও ওয়েল ইক্যুইপড হয়ে তার কাজ করে যাবে ।
দেখেন্নাই এসব গর্দভ কতল করতে এসে হাজার হাজার হেফাজতী মতিঝিলের বদর প্রান্তে বেঘোড় শহীদ হয়ে গেল। ভাগ্যভাল ঐ দিন আপনিও সম্ভবত পালিয়ে বেঁচে শহীদী মরনের হাত থেকে রক্ষা পেয়ে গেছেন।
দেখেন্নাই এসব গর্দভ কতল করতে এসে হাজার হাজার হেফাজতী মতিঝিলের বদর প্রান্তে বেঘোড় শহীদ হয়ে গেল। ভাগ্যভাল ঐ দিন আপনিও সম্ভবত পালিয়ে বেঁচে শহীদী মরনের হাত থেকে রক্ষা পেয়ে গেছেন @ আহমদ মুসা।
মন্তব্য করতে লগইন করুন