[] শুন্য []
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৮ জানুয়ারি, ২০১৪, ০৩:১১:১১ দুপুর
তুমি শুন্য আমি শুন্য
তোমায় আমায় শুন্য করে
কে হয়েছে পূর্ণ।
শুন্য! শুন্য! শুন্য!
তুমি শুন্য তাই-
দুই শূন্যর পরীক্ষাতে
দুই শুন্য পাই।
শুন্য! শুন্য! শুন্য!
নাই কোন তার মূল্য।
শুন্য! শুন্য! শুন্য!
শুন্য অমূল্য।
শুন্য টাকার জিনিস কিনে
পকেট দিয়ে হাত,
আমি তো বরবাদ।
শুন্য টাকা নাই।
আমি তো বরবাদ।
শুন্য টাকা নাই।
তুমি শুন্য আমি শুন্য
তোমায় আমায় শুন্য করে
কে হয়েছে পূর্ণ।
তুমি শুন্য তাই
আমি শুন্য হয়ে যাই।
তোমার কেহ নাই
আমার কেহ নাই।
শুন্য! শুন্য! শুন্য!
তোমার জন্য শুন্য।
তোমার জন্য বন্য।
শুন্য! শুন্য! শুন্য!
শুন্য জঘন্য।
শুন্য! শুন্য! শুন্য!
শুন্য অনন্য।
[জেরী ১৮.০১.২০১৪]
বিষয়: সাহিত্য
১২২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টম কোথায়?
মন্তব্য করতে লগইন করুন