[] শুন্য []

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৮ জানুয়ারি, ২০১৪, ০৩:১১:১১ দুপুর

তুমি শুন্য আমি শুন্য

তোমায় আমায় শুন্য করে

কে হয়েছে পূর্ণ।

শুন্য! শুন্য! শুন্য!

তুমি শুন্য তাই-

দুই শূন্যর পরীক্ষাতে

দুই শুন্য পাই।

শুন্য! শুন্য! শুন্য!

নাই কোন তার মূল্য।

শুন্য! শুন্য! শুন্য!

শুন্য অমূল্য।

শুন্য টাকার জিনিস কিনে

পকেট দিয়ে হাত,

আমি তো বরবাদ।

শুন্য টাকা নাই।

আমি তো বরবাদ।

শুন্য টাকা নাই।

তুমি শুন্য আমি শুন্য

তোমায় আমায় শুন্য করে

কে হয়েছে পূর্ণ।

তুমি শুন্য তাই

আমি শুন্য হয়ে যাই।

তোমার কেহ নাই

আমার কেহ নাই।

শুন্য! শুন্য! শুন্য!

তোমার জন্য শুন্য।

তোমার জন্য বন্য।

শুন্য! শুন্য! শুন্য!

শুন্য জঘন্য।

শুন্য! শুন্য! শুন্য!

শুন্য অনন্য।

[জেরী ১৮.০১.২০১৪]

বিষয়: সাহিত্য

১২২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163942
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : এত শূণ্যতা চারিদিকে... আকাশে বাতাসে Sad Sad
163963
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
164033
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেকদিন পর , চমৎকার।
164197
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৫২
রাইয়ান লিখেছেন : এত শুন্যতা কেন চারিদিকে , এবার পূর্ণতা ভরা কবিতা চাই ...
164440
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
ভিশু লিখেছেন : সব শুন্য ক্যান্নো... Surprised
টম কোথায়? Rolling Eyes Smug
164494
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
অজানা পথিক লিখেছেন : there r thousend শূন্য
165883
২২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
আবরণ লিখেছেন : সুতরাং ফলাফল শূণ্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File