দীপু মনি যেন ভুলেই গেলেন তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী নন!!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ জানুয়ারি, ২০১৪, ০৩:০৬:২৪ দুপুর



ক্ষমতায় থাকার সময় যিনি নানা সমালোচনা অগ্রাহ্য করে উড়ে বেড়িয়েছেন নানা দেশে, সেই তিনি জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ঢুকতে গিয়ে হোঁচট খেলেন। নিরাপত্তাকর্মীরা যেন তাকে মনে করিয়ে দিলেন—তিনি আর আগের মানুষটি নেই।

আর তাতে বুঝি আঘাত লাগে তার আত্মশ্লাঘায়। নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন সদ্যগঠিত মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে

শ্রদ্ধাঞ্জলি দিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই গাড়িসহ ঢোকা না-ঢোকা নিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাতচিতে রচিত হয় এক নাটকীয় আখ্যান।

এর আগে পতাকাবাহী গাড়ি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলের সিনিয়র নেতারা গাড়ি নিয়ে প্রবেশ করেন স্মৃতিসৌধ এলাকায়। তবে একটু দেরি করে যাওয়া দীপু মনির গাড়ি প্রধান ফটকে আটকে দেন নিরাপত্তা কর্মকর্তারা। নিজের সাবেক পরিচয় দিলেন দীপু মনি। কিন্তু তাতে কাজ হলো না। নিরাপত্তাকর্মীদের সাফ জবাব, কেবল পতাকাবাহী গাড়িই প্রধান ফটক পেরোতে পারবে।

এরই মধ্যে স্মৃতিসৌধে পৌঁছে যায় প্রধানমন্ত্রীর গাড়িবহর। গাড়ি নিয়ে প্রবেশে অনড় দীপু মনির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাকর্মীরাও অটল থাকেন তাদের সিদ্ধান্তে। এক পর্যায়ে বিষয়টি বিশেষ নিরাপত্তাবাহিনীর গোচরে নেয়া হলে তারাও বাধ সাধেন দীপু মনির গাড়িসহ প্রবেশে। ততক্ষণে স্মৃতিসৌধে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। এক পর্যায়ে গাড়িতে বসেই দীপু মনি ফোনো করেন বেশ ক’জনকে। অপর প্রান্ত থেকে সন্তোষজনক সাড়া না পেয়ে এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

নিরাপত্তাকর্মীরা তাকে জানান, অনুষ্ঠানে তিনি অভ্যাগত কিংবা আমন্ত্রিত নন।

এভাবেই চলে কথা কাটাকাটি। ততক্ষণে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন প্রায় শেষ পর্যায়ে। অবস্থা বেগতিক দেখে শেষে প্রধান ফটকে গাড়ি রেখেই মাথা নিচু করে হাঁটা ধরেন দীপু মনি। হেঁটে হেঁটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রবেশ করেন স্মৃতিসৌধ এলাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিরাপত্তাকর্মী জানান, দীপু মনির গাড়িতে চালকসহ আরও তিনজন ছিলেন। গাড়ি থেকে তাদের নামতে দেননি নিরাপত্তা কর্মকর্তারা। দীপু মনি একাই হেঁটে স্মৃতিসৌধের দিকে যান।

এদিকে প্রধানমন্ত্রীর ফেরার রাস্তা নির্বিঘ্ন রাখতে তত্পর হয়ে ওঠেন নিরাপত্তা কর্মকর্তারা। দীপু মনি নেমে যাওয়ার পর গাড়িটি দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে চালককে কড়া নির্দেশ দেন তারা। চালক বেশি দূরে না নিয়ে স্মৃতিসৌধের গেটের পাশেই পার্ক করেন গাড়িটি। তখন সূচনা হয় নতুন নাটকের।

এবার দীপু মনির গাড়ির দিকে ছুটে যান এক কর্মকর্তা। বেশ ক্ষিপ্ত মেজাজে তিনি গাড়ির চালককে নির্দেশ দেন সেখান থেকেও গাড়ি সরিয়ে নিতে। শুধু তাই নয়, গাড়িটি যেন সবার শেষে বের হয়, তা নিশ্চিত করতেও নির্দেশ দেয়া হয় সেখানে কর্তব্যরত পুলিশের এক কর্মকর্তাকে।

তথ্যসূত্র : সংগৃহীত

বিষয়: বিবিধ

১৮৩৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163932
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
আলোর আভা লিখেছেন : সুখের সময় কি এত সহজে ভুলা যায় ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133676
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩০
134235
আলোর আভা লিখেছেন : একমাসের বেশী সময় পড়ে জবাব দেওয়ার জন্য আপনাকে মাইনাস ।
163944
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৯
শিশির ভেজা ভোর লিখেছেন : আলোর আভা লিখেছেন : সুখের সময় কি এত সহজে ভুলা যায় ।

সহমত
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133675
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
163964
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
গেরিলা লিখেছেন : মাইনাস
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133674
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
163981
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
আহমদ মুসা লিখেছেন : দিপু মনিরে নিয়ে এতো লম্বা লেখার পড়ার সময় আছে নাকি?
কোথাকার কোন দিপু মনি?
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133673
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
163987
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
রাইয়ান লিখেছেন : পাঁচ বছরের অভ্যাস , এত সহজে কি যায় ....! Tongue
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133672
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
164495
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
অজানা পথিক লিখেছেন : thanks
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133671
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
164883
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
আবরণ লিখেছেন : দিপু মনি পররাষ্ট্র মন্ত্রী হওয়ার আগেও তেমন বিখ্যাত কেউ ছিলেন না। যে ভাবে হটাৎ করে মন্ত্রী হয়েছিলেন ঠিক তেমনি হটাৎ করেই পর্দার আড়ালে চলে গেলেন। বলা যায় দিপু মনির দিন শেষ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
133670
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
172866
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৩
আইমান হামিদ লিখেছেন : প্রজাপতি দিপুর বেহাল অবস্থা দেখে বেশ খারাপ লাগছে
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
133669
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
180742
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
মুমতাহিনা তাজরি লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
133668
বাংলার দামাল সন্তান লিখেছেন : মুল্যবান সময় ব্যয় করে লিখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File