“২য় কিস্তি” প্রবাসী সোহেল রানার স্ত্রী রিক্তাকে বিয়ে করলেন রেলমন্ত্রী (তথ্য প্রমানসহ)
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ০৫ নভেম্বর, ২০১৪, ০৪:১৬:২৭ বিকাল
রেলমন্ত্রী বিয়ের খবরটি এখন কুমিল্লারসহ সারা দেশের টক অব দ্যা টাউন। কনের বাড়ীতে নতুন ভবন নির্নমান করা হয়েছে। বসে থাকেনি এলজিইডিও। এই বিয়ে উপলক্ষে তড়িঘড়ি করে প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে স্বাধীনতার ৪৩ বছরে অবহেলিত থাকা সড়ক। তবে এই বিয়ে উপলক্ষে বরের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ও কনের চান্দিনা এলাকাসহ সর্বত্র আ’লীগ নেতা কর্মী ও স্বজনদের মাঝে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।এখানে আলোচনার প্রধান বিষয় হলো রেলমন্ত্রী যাকে বিয়ে করেছেন তিনি জনৈক প্রবাসী সোহেল রানার স্ত্রী।
অনুসন্ধানে জানা গেছে, ২০০৭ সালে সেনাবাহীনি কতৃক ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয় পত্র প্রনয়ন করা হয়। ঐ সময়ের ভোটার তালিকায় রেলপথমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার জাতীয় পরিচয় পত্রে তার স্বামীর নাম রয়েছে সোহেল রানা। জেলা চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিরাখোলা গ্রামের ভোটার তালিকার ১৯২ ক্রমিকের ভোটার হিসেবে হনুফা আক্তার রিক্তার নাম রয়েছে। এতে তার ভোটার নাম্বার : ১৯৩১২৩৮৫৬৫৬৯, মাতা : জোসনা বেগম, পেশা : ছাত্র/ছাত্রী, জন্ম তারিখ : ২০/০৫/১৯৮৫, ঠিকানা : অলি মাউদের বাড়ী : মিরাখোলা, গল্লাই, চান্দিনা, কুমিল্রা উল্লেখ করা হয়। ঐ তালিকায় রয়েছেন মা “জোসনা বেগম, স্বামী : মৃত হাবিব উল্ল্যাহ মুন্সি, ভোটার ক্রমিক : ১৯১ ও নাম্বার ১৯৩১২৩৮৫৬৫৬৮। বিয়ের বিষয়ে গল্লাই ইউনিয়নের ম্যারেজ রেজিষ্টার কাজী সিদ্দিকুর রহমান জানান প্রায় ৮ থেকে ১০ বছর আগে হনুফা আক্তার রিক্তার সঙ্গে একই গ্রামের সোহেল রানার সাথে বিয়ে হয়েছিল। বর্তমানে সে প্রবাসে অবস্থান করছে। তবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছিল কিনা তা আমার জানা নাই।
বিষয়: বিবিধ
৯৭০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মামু কুমিল্লা জামু।
পত্রিকা-টিভিওয়ালের মাধ্যমে বিষয়টা নজরে আনা যায় না জনতার..........???
মন্তব্য করতে লগইন করুন