শেষমেষ এই ব্লগটাও কি ছাগুদের খোয়াড়ে পরিণত হতে চলেছে???
লিখেছেন লিখেছেন নীল জোছনা ২৭ মার্চ, ২০১৩, ০৫:৪৮:১৬ বিকাল
ছাগুদের উৎপাত দেশে টেকাই এখন দায় হয়ে পড়েছে। কি হাটে কি মাঠে, কি রাস্তায় কি ফুটপাতে, কি কলেজে কি ইউনিভার্সিটিতে সর্বত্র ছাগুদের অসহ্য জ্বালায় মোর পরাণ যায়। ইদানিং তারা আবার স্মার্ট হতে চলেছে। তারা এখন ইন্টারনেট ইউজ করতে পারে। কম্পিউটারে ক ব লিখতে পারে। গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ব্লগে ঢুকতে পারে। একদা ছিল সোনা ব্লগ সেইখানে তারা দলগতভাবে কাঠাল পাতা চিবাতো কিন্তু সেটার আয়ু শেষ হয়ে যাওয়াতে এবং অন্যসব ব্লগে তাদের ল্যাদানি বন্ধ করে দেওয়াতে পেটের অসহ্য মোচড়ে তারা এখন টুডে ব্লগে এসে মাল খালাস করতে বিজি হয়ে পড়েছে। টুডে কর্তৃপক্ষের নরমসরম গদিতে তারা বেশ ভালো করেই আস্তানা গাড়তে শুরু করেছে। সোনা ব্লগ বন্ধে যে সমস্ত বিপথগামীরা সহযোগিতা করেছে তারাই আবার এইখানে এসে বড় গলায় দাপিয়ে বেড়াচ্ছে। সময় থাকতে ব্লগ কর্তৃপক্ষ সাবধান। জামাত শিবির হলো দেশ ও জাতির শত্রু। এর শুধু ধ্বংস করতে জানে গড়তে নয়। কাজেই এদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় এমনকি ব্লগও। কাজের তাদের যত দুরে রাখবেন ততই মঙ্গল।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন