রিকশাওয়ালার উপদেশ
লিখেছেন লিখেছেন নীল জোছনা ২৫ জুলাই, ২০১৩, ০৪:৪০:৪১ বিকাল
রিক্সাওয়ালাঃ মামা কই যাবেন ?
আমিঃ মৌচাক মোড়ে।
রিক্সাওয়ালাঃ বিশটাকা দিয়েন ।
আমি একটু অবাক হলাম । ভাড়া নিম্নে ত্রিশটাকা , সে চাইলো বিশটাকা । বয়স ষাটের কাছে । উঠে পড়লাম । কিছুটা আগ্রহ নিয়েই জিজ্ঞেস করলাম . . .
আমিঃ বাড়ি কোথায় আপনার ?
রিকশাওয়ালাঃ ঢাকাতেই ।
আমিঃ এই বয়সে রিকশা চালান ?
রিকশাওয়ালাঃ কপাল বাজান । পুলা বাইর করে দিসে বাসা থাইক্যা । চারকী করে গার্মেন্টসে । অনেক ভালা চারকী ।
আমিঃ বের করে দিয়েছে? কেনো!
রিকশাওয়ালাঃ সারাজনম রিশকা চালায়্যা খাওয়াইছি তাগো এইডাই আমার দোষ , বুঝলেন বাজান ?
আমি কিছু বলার খুঁজেপেলাম না । রিকশা থেকে নেমে দশটাকা অতিরিক্ত দিতেই নিলোনা । অনেকক্ষন জোড়াজুড়ির পরেও কোনোমতেই ১০টাকা বেশী নেবার আগ্রহ নেই তার । শুধু যাবার সময় বলে গেলো .. .
রিকশাওয়ালাঃ বাজান ,বাপ মা রে কখনো কষ্ট দিয়েননা । আপনেরা শিক্ষিত লোক । আপনেরও তো পুলাপান হবে । তখন বুঝবেন . . .
অন্যসময় হলে ভাবতাম ছিট আছে, তবে আজ মনে হলো'' যখন তোমার কেউ ছিলোনা , তখন ছিলাম আমি ; এখন তোমার সব হয়েছে , পর হয়েছি আমি ।।
ফেসবুক থেকে পাওয়া
বিষয়: বিবিধ
১৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন