বুড়ো বয়সে হেলিকপ্টারে চড়ার ভিমরতি! কলিকালে আরো কত কি যে দেখতে হবে মাবুদ!! Praying

লিখেছেন লিখেছেন নীল জোছনা ০২ মে, ২০১৩, ০৮:১১:৪৫ রাত



দীর্ঘ ৯৩টা বছর কাটলো। জ্ঞান হওয়ার পর থেকে দেশে ইসলাম ভালমতই পালন করা হচ্ছিলো কিন্তু জীবনের এই ক্লান্তিলগ্নে এসে দেখলো ইসলাম আর ইসলাম নাই এটা পিছলাম হয়ে যাচ্ছে। তাই এই বুড়ো বয়সে তার ইসলামকে হেফাজত করার দায়িত্ব নেওয়া লাগলো। তার পুরা শরীর প্রায় কবরে চলে গেছে, কথাও ঠিক বুঝা যায় না কিন্তু হেলিকপ্টারে চড়ার খায়েশটা তার মন থেকে যায় নাই। যার বদৌলতে ইয়াতিম ও অনাথদের টাকার উপর ভর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে বগুড়া গিয়ে সভা করতে হবে। কেরে দেশে আলেম ওলামার কি এতই অভাব পড়েছে যে এই বুইড়ারে দিয়া ইসলাম হেফাজত করতে হবে??



আর এই হেফাজতের ব্যানারে কারা কলকাঠি নাড়ছে তাতো বাংলার জনগণ জানেই। যারা দিন আনে দিন খায়। টাকার অভাবে যারা নিজের ছেলেপেলেদের পাঠায় মাদ্রাসায়। রাস্তায় রাস্তায় মাইক বাজিয়ে আর বাড়ি বাড়ি গিয়ে উশরের নামে চান্দা তুলে দিন কাটায় তারা আবার বড় বড় লেকচার ছুড়ে দেয় যে শফিকে নাকি হেলিকপ্টার কিনে দিবে। এর চেয়ে হাস্যকর ব্যাপার আর কি হতে পারে?????

বিষয়: বিবিধ

২০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File