মায়ের স্বপ্ন

লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ২২ মার্চ, ২০১৩, ০৩:৪১:১৬ দুপুর

আমার মা। সহজ, সরল একজন নারী। খুব সাদা-সিধে তাঁর জীবন যাপন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি বেশি। প্রকৃতি থেকেই শিক্ষা নিয়েছিলেন তিনি। শুনেছি নানাদের নাকি সেকালে প্রচুর কাজ ছিল। ধান মাড়ানো, ধান ঘরে তোলা, ঘোলা ঘরে রাখা ইত্যাদি কাজ তাদেরকেই করতে হতো। তাই স্কুল, কলেজে যাওয়ার সুযোগ পাননি। তাছাড়া এখনকার মতো তখন নাকি শিক্ষার এমন সুযোগ ও পরিবেশ ছিল না। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারেননি তাই বলে কি সন্তানকে শিক্ষিত করবেন না! তিনি বুঝতেন শিক্ষার মর্ম। তাইতো ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। ছেলেকে শিক্ষিত করতে হবে। ছেলে শিক্ষিত হলে নিজের সম্মান বৃদ্ধি পাবে। ছেলে ভাল চাকুরি করবে। সংসারের অভাব দূর করবে। তাইতো খেয়ে না খেয়ে ছেলের পড়ালেখার খরচ যুগিয়েছেন। স্বপ্ন একটাই ছেলে শিক্ষিত হবে। কখনো তিন বেলা পেট পুরে খেতে পারেননি তিনি। দেখতে ছেয়েছিলেন সকলের মুখে হাঁসি। বাবার খেদমত করতেন বেশি। আমার বাবাকে বড় ভালবাসতেন তিনি। ভাল কিছু রান্না করলে বাবাকে দিতেন অনেকটা আর বাকিটুকু সন্তানদের মাঝে ভাগ করে দিতেন। তাইতো বাবা মাকে ছেড়ে আগেই চলে গেলেন না ফেরার দেশে। নির্বাক হয়ে গেলেন মা। অনেক কষ্ট করে চালিয়ে যান সংসারের। ঘুচিয়ে নেন প্রিয় সংসারটিকে তাই বলে স্বপ্ন দেখা থেকে বিচ্যুত হননি। ছেলেটি ইতোমধ্যেই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়া শুরু করেছে। আজ ছেলেটি উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে মায়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগুচ্ছে। কিন্তু ছেলেটি পারবে মায়ের মুখে হাঁসি ফোটাতে! মাকে খুশি করতে! ছেলেটি মায়ের দুঃখ দূর করার জন্য অনেকবার চেষ্টা করেছিল একটি সরকারী চাকুরীর জন্য কিন্তু চাকুরীতো সোনার হরিণ সে কি সহজে ধরা দেবে! তাছাড়া বর্তমান সময়ে চাকুরী নিয়ে যেভাবে দুর্নীতি হচ্ছে যেখানে মেধা ও দক্ষতার কোন মূল্য নেই। দুর্নীতিতে ছেয়ে গেছে এদেশের সকল অফিস-আদালত সেখানে ছেলেটি কি পারবে মায়ের স্বপ্নের বীজ উপ্ত করতে নাকি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এদিকে মা সংসারের ঘানি টানতে টানতে এখন ক্লান্ত। পৌঢ়তা তাকে টানছে নিজের দিকে। তাহলেকি মাও চলে যাবেন বাবার পথ ধরে! দেখে যেতে পারবেন না ছেলের সফলতা। ভোগ করতে পারবেন সুখী জীবনটা। না তা হতে পারে না। আমি চেষ্টা চালিয়ে যাবো। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে স্বাবলম্বী করেন। আমি যেন মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। মায়ের মুখে হাসি ফুটাতে পারি। মা তুমি আমার জন্য দোয়া করো।

বিষয়: Contest_mother

১৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File