বুয়ার সার্ফ একসেল ।
লিখেছেন লিখেছেন জারা ২২ মার্চ, ২০১৩, ০৩:৫৩:১৫ দুপুর
						 
						 আমার ইমিডিয়েট ছোট বোন গাজিপুরের কাপাসিয়া উপজেলায় হাজবানড এর কর্মসূএে  আছে প্রায় ১বছর ধরে।
ওর জামাই কাপাসিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তো একদিন হলো কি, আমার বোন নিজ বাসায় ওদেরই পরিচিত লোকদের  দাওয়াত করলো দূপুর বেলার খাবার জন্য।
এদিকে মেহমানরা নির্ধািরত সময়ে সব চলে আসলো। আমার বোন মেহমানদের জন্য নানা রকম বাহারি পদের খাবারের আয়োজন করে েরখেছিলো আগে থেকেই । এদিকে আবার আমার বোন জামাই জানতো না যে ,দূপুরে  বাসায় মেহমান আসবে।  প্রতিদিন এর মতো 
বোন জামাই দূপুরের খাবার খেতে বাসায় আসলো। বাসায় 
আসার পর দেখলো অনেক মেহমান। তো সভাবসুলভ বশত
আমার বোন কে লখ্য করে বললো, কি ব্যাপার তুমি আমাকে আগে থেকে বলবে না , বাসায় বাজার আছে কি নাই,
সকালে বলতে পারতে বাজার করে আনতাম। বোন চুপচাপ ওর জামাই এর কথা শুনে চলেছে, কোন কিছু না বলে।
আমার বোন কিছু বলছে না দেখে এক পর্যায়ে, বোনের বাসার কাজের বুয়া একগাল হেসে বলে বসলো, স্যার, মাডাম আপনেরে সার্ফ একসেল দিবেন তো তাই বলে নাই। প্রথমে
আমার বোন জামাই এবং মেহমানরা  বুয়ার কথার কিছুই বুঝতে পারলো না , কয়েক সেকেনড পরেই সববাই মিলে 
হো: হো: হি: হি: করে হাসতে সুরু করলো। সে এক দম ফাটানো হাসির  বন্যা বয়ে গেলো বুয়াকে ঘিরে। আসলে বুয়া 
বলতে চেয়েছিলো সারপ্রাইজ কিনতু হয়ে গেলো সার্ফ একসেল।
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন