মৎস্য যখন আকাশ পথে উড়ে চলে যায়.......
লিখেছেন লিখেছেন জারা ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫২:৩৭ বিকাল
বিগত দিন পনেরো আগে জমিয়ে শীত পড়েছিলো আমাদের এদিকটায়। শীতের প্রচন্ড হাড়ঁ কাপানো প্রকোপে জুঁ জুঁ হয়ে বাসা সুদ্ধু সবাই মিলে কষ্ট পাচ্ছি। এরই মধ্যে একদিন দুপুরে একটু সূর্য্যি মামার কোমল আভাস পেতেই একছুটে ছেলে, ছেলের বাবা সহ সবাইকে নিয়ে ছাদে চলে এলাম।
ছাদে ৪ তলার আন্টিদের রাখা চেয়ারে আয়েশ করে বসলাম একটু মিষ্টি রোদেলার মধুর ছোঁয়া পাবো এই আশায়। ওমা একি কোথায় রোদ্দুর । দেখি কুয়াশার মাঝে আকাশ পথে ডলফিন মাছের আনাগোনা।
আমার পুত্ররত্নের চোখ এড়ালো না। সে অতি উৎসাহ নিয়ে বলে উঠলো মামনি দেখো ওই যে ডলফিন মাছ আকাশে উড়ছে। কতক্ষন সে ডলফিন মাছ দেখেই কাটালো। এরই মাঝে সে আবিষ্কার করলো যে আশেপাশের বাসাগুলোর ছাদ থেকেই ছোট ছোট বাচ্চারা এই কর্ম করছে। অমনি ডলফিন মাছ দেখার স্বাধ মিটে গেলো।
এবারে বায়না ধরলো, আমাকে ডলফিন মাছ কিনে দাও। ছেলের বাবা সেদিন রাতেই ডলফিন মাছ কিনে আনলো। পরের দিন আবারও ছাদে । এবারে রোদ খেতে নয়। মাছ উড়াতে। মাছ বেশিদূর উড়ছে না । বেশীদূর চলে যেতে পারছে না, এই নিয়ে ছেলের অভিযোগের শেষ নেই। পরের দিন স্কুল থেকে ফেরার পথে অনেক খোজঁ নেয়ার পরে পেলাম ডলফিন মাছ। বাসায় নিয়ে আসার পরে বিকেল বেলা আবারও ছাদে।
মাছটাকে বেশীদূর উড়াতে হবে ছেলের সাফ কথা। কি আর করা , তারই কথামত সুতায় মাছ বাধঁতে যাবো । এমন সময় ছেলে বলে উঠলো, মামনি ডলফিন মাছ চলে যাচ্ছে আকাশে। দেখলাম সে তার হাতে রাখা দু,দুটো ডলফিন একত্রে সুতো দিয়ে গিট্রু দিয়ে ছেড়ে দিয়েছে। মাছদুটোকে ধরা আমার কর্মের বাইরে। টলোমলো চোখে বলতে থাকলো, এখ্খনি মাছ দুটো ধরে এনে দাও।
মাছ দুটো উড়তে উড়তে অনেক উপরে উঠলো। আমাদের ত্রিসীমানার বাইরে, এবং একসময়ে তারা আকাশ পথের ওই অতল সীমাহীন রাজ্যে হারিয়েই গেলো। ছেলেকে বললাম তোমার ভুলের জন্যই মাছ দুটো চলে গেলো। যদি তুমি তোমার মামনির কথামত ধরে রাখতে তাহলে মাছগুলো চলে যেতে পারতো না।
বিষয়: বিবিধ
১৮৮১ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি আনন্দ ঘুড়ি হয়ে আকাশ পানে ছুটছে
সুতোই বাঁধা মাছ যখন পেল একটু ছুটি
অমনি সে বাঁধন ছুড়ে দিল আকাশ পাড়ি
কাঁদছে খোকা মাছ এনে দাও ওইযে চলে যায়
তা না হলে নাওয়া খাওয়া বন্ধ হল তায়
দাদু বাড়ী তাই আসতে চায়না আর
জারা
এলেন
বহুদিন
পর।
নাহলে আপনার বাবুর জন্য অনেক গুলো ডলফিন মাছ নিয়ে আনতাম
কে মানা করেছে আপু!
যত্ত্ববার খুশী,
ওড়িয়ে বেড়ান
ডলফিন ঘুড়ি!!!
এই নিন হাতে
মৎস্য ডলফিন ঘুড়ি
একপাশে আপনি
অন্যপাশে বাবুটি
উড়ছে আপনার
ডলফিন ঘুড়িটি
মন্তব্য করতে লগইন করুন