মাহমুদুর রহমানকে গ্রেফতার ফ্যাসিবাদের চরম পর্যায়
লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ১১ এপ্রিল, ২০১৩, ১০:২৫:৩২ সকাল
দেশ বরেণ্য কলম সৈনিক আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার ফ্যাসীবাদের চরম পরিচয় দিয়েছে। কেবল মাত্র একটি পত্রিকার মাধ্যমেই দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের প্রকৃত রহস্য সম্পর্কে জানতে পেরেছে। জানতে পেরেছে অনেক গোপন তথ্য। ফলে মোড় ঘুরে গেছে যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা। আমার দেশ পত্রিকার মাধ্যমেই দেশের ধর্মপ্রাণ মানুষ গুলো জানতে পেরেছে তাদের ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলাম ও মহানবী (স) এর বিরুদ্ধে কটুক্তিকারী ব্লগারদের। নাস্তিক ও ইসলামের শত্রু ব্লগারদের মুখোশ উন্মোচনকারী এই পত্রিকাটি এবং এর সম্পাদক ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাই এমন একটি জনপ্রিয় পত্রিকার সম্পাদককে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ হলো সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা কেবল একদলীয় বাকশাল কায়েমের পথে হাটছে। সাধারণ মানুষের একটাই কথা দেশ কোন বিশেষ ব্যক্তি কিংবা দলের নয়। ত্রিশ লক্ষ শহিদের রক্ষের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলাদেশ। তাই সরকারের কাছে আমাদের আহবান সরকার যেন ফ্যাসিবাদের পথ পরিত্রান করে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্রের পথে হাটেন এবং বিরোধীদলের সাথে সোহার্দ্যপূর্ণ আচরণ করেন।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন