চলে গেলেন জাতির একজন দক্ষ অভিভাবক
লিখেছেন লিখেছেন বাংলার বন্ধু ২২ মার্চ, ২০১৩, ১০:৫২:২২ সকাল
প্রথম যেদিন তুমি এসিছিলে ভবে
কেঁদেছিলে তুমি হেসেছিল সবে
এমন জীবন তুমি করিলে গঠন
হাসিলে তুমি কাঁদিল ভূবন।।
জিল্লুর রহমান, একজন সফল ও স্বার্থক রাষ্ট্রপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্বের নাম। তিনি ছিলেন জন মানুষের নেতা। নেতার আদর্শে বলিয়ান ছিলেন তিনি। বিতর্কিত হননি কোন কর্মের দ্বারা। সরকার দল বলেন বিরোধীদল বলেন সকলের কাছেই তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। কোন অভিযোগ ছিলনা তাঁর প্রতি। তিনি ছিলেন জন মানুষের নেতা। গণতন্ত্রের ধারক ও রক্ষক ছিলেন তিনি। তাঁর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার আছে রাজনীতিবিধদের জন্যও। তিনি যেমন শান্তির রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এমন রাজনীতিই আমাদের রাজনীতিবিধদের চর্চা করা উচিত। যেখানে থাকবেনা কোন বেদাবেধ, হিংসা-বিদ্বেষ হানাহানি। থাকবেনা কোন শোষণমূলক আচরণ। এমন রাজনীতিই সকলের কাম্য। তবেই জাতি এই মহামান্য ও মহা সম্মানিত ব্যক্তির মতো সকল রাজনীতিবিধদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আজীবন। তাঁরা বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের অন্তরে। আমি এই মহামান্য ও মহা সম্মানিত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করছি।
বিষয়: বিবিধ
১৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন