ভাষার প্রতি এ কেমন শ্রদ্ধা
লিখেছেন লিখেছেন ানিক ফেনী ০৮ মার্চ, ২০১৩, ০১:৩৮:৫৫ দুপুর
বায়ান্ন আমার স্বাধীন বাংলার চেতনার সরঞ্জাম,
মুক্তির সংগ্রাম ও লাল সবুজের পতাকার উদ্দাম।
আমার স্বপ্ন একখণ্ড মাটি ও একটি ভাষার ছাউনি,
আজ চেতনার তৈজসগুলো আশাহত হয়ে পডছে।
কবে আমার চেতনার সরঞ্জামগুলো হরণ না হবে?
আমার সামনে চলার তেজস্বী বেগ কেডে নিচ্ছে,
এদেশের লোক দেখানো মাতৃভাষার প্রেমিকরা।
কবে ভান ভুলে সত্যিকার ভাষা প্রেমিক হবো মোরা?
যে মাটির বুকে ঘুমিয়ে আছে আমার ভাষাশহীদরা,
সে মাটিতে অন্য ভাষায় গান ধরছে দেশপ্রেমিকরা।
ঊর্মিমালায় ঘূর্ণিদোলায় দুলবে কত আর প্রেমিকরা?
হায়-হ্যালো বলে ভাবছে নিজেকে গর্বিত বাঙালী,
ভুলে যাচ্ছে মায়ের যত্নে শিখানো বাংলা ভাষাকে।
কবে আত্মগ্লানির দাহে খাঁটি হবে বিবেকের পাঠশালা?
জীবিত বীরদের পোহাতে হচ্ছে অধিকারহীন বঞ্চনার দাহ,
তবে কবে হবে সত্যিকারের বঞ্চনাহীন,ভাষাপ্রেমিক দেশ???
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন