অসহায় জীবন

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ০৫ জুলাই, ২০১৩, ০৯:৪০:০৫ রাত

স্বপ্ন যখন চোখের পাতায় ফুটবে কারোর হয়ে,

দাডিয়ে তুমি থাকবে একা সময় যাবে বয়ে।

ভাবিনী সময়ের নির্মমতায় সুখ কেডে নিবে,

ভাগ্যের কুঠারাঘাতে হৃদয় রক্ত ক্ষরণ হবে।

ভুলের খুঁটিতে গডা জীবন যেনও তাসের ঘর,

একে একে ঝডে পডে জীবনের প্রতিটি বছর ।

মুক্তি ও পরিত্রাণের সকল পথেই যে আজ রুদ্র,

অন্নহীনের ভুভক্ষ কান্না বস্রহীনের স্বলচ্চ চীৎকার।

ধর্ষিতার বুকফাটা আর্তনাদ স্মরণ করিয়ে দেয়,

অক্ষমতা যা আমায় দিয়েছে গুনেধরা সমাজেয়।

আমার আলোর ঝলকানিতে সবাই সেজেছে

অন্ধকারে সময়পাথে হাঁটছে সবাই নিজ পথে।

জীবনে কি পেলাম কি হারালাম বুঝতে না বুঝতে ,

সমাজের কষাঘাতে জীবন চলছে অজানা পথে......।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File