দ্যাশ তো ইয়ুরুপ আমিরিকা হয়া গেল!! (must see)

লিখেছেন লিখেছেন হুদাই প্যাচাল বাক্স ১১ অক্টোবর, ২০১৩, ০৮:৩৯:২৪ সকাল

চিন দেশে ১০০ কিলোমিটার দীর্ঘ একটা ফ্লাইওভার

হইছে যার প্রতি কিলোমিটারে খরচ হইছে বাংলা টাকায়

৪৮ কোটি টাকা। মালায়শিয়ার ১০ কিলোমিটার

লম্বা একটা ফ্লাইওভারের প্রতি কিলোমিটারে ব্যায়

হইছে ৫৭ কোটি ৭১ লাখ টাকা। এমনকি আমাগো দাদাদের

কলিকাতায়ও ৭ কিলোমিটার দীর্ঘ

একটা ফ্লাইওভাররে প্রতি কিলমিটারে ব্যয় হইছে ৪৪

কোটি টাকা।

আর আমাদের বাংলাদেশের গুলিস্তান-যাত্র

াবাড়ী (মেয়র হানিফ) ফ্লাইওভারের নির্মাণব্যয়

কিলোমিটারপ্রতি প্রায় ২১১ কোটি টাকা!!!

(মাইরালা আমারে কেউ!)

এমনকি এই ব্যয় আরোও ৩০০ কোটি টাকা বাড়তে পারে!!

সেক্ষেত্রে এর কিলোমিটার প্রতি ব্যয় হবে ২৪১

কোটি টাকা!!! (দ্যাশ তো ইয়ুরুপ আমিরিকা হয়া গেল!!) Like

a BoSS!

আরে মিঞা রাখেন! কিশের বস!! Like a চোর চোট্টা! দেশের

মাথারা অল্প কষ্টে বিল গেটস হইতে চায়, চান্স পেলেই

এদিক সেদিক তাকায়া জনগনের

টাকা পকেটে ঢুকায়া ফেলে! কেউ যদি দেখে ফেলে!! আর

এখন সে চিন্তাও বিলুপ্তির পথে। সবার সামনে বসেই

ট্যাকাট্যুকা হজম করে ফেলছে, তৃপ্তির ঢেকুর তুলছে!

আহারে জনগনের এতো কষ্টের টাকা!

২০১০ সালে শুরু হওয়া এই কাজ আড়াই বছরে শেষ হওনের

কথা থাকলেও এখন ২০১৩ যাওয়ার সময় চইলা আসছে।

আরও নয় মাস লাগতে পারে সম্পুর্ন কাজ শেষ হইতে!

বাহা!! বাংলাদেশে সময়ের কুনু মুল্য নাই!

চলছে গাড়ি যাত্রাবাড়ি,

ঠেক্কায়া ঠেক্কায়া চলতাসে। আহা আমার ডিজিটাল

বাংলাদেশ!!

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File