জনাব সম্পাদক সাহেব সমীপে

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ১১ অক্টোবর, ২০১৩, ০৭:১৭:০৭ সকাল

জনাব, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আপনাকে একটা কথা বলি। বিডিটুমরো ব্লগটাকে আমি ব্যক্তিগত ভাবে অনেক ভালবাসি। একজন মুসলমান হিসেবে নিজের ব্যক্তিগত অনুভূতি সহ দেশ ও দশের কল্যাণে যতটুকু পারি আমরা সবাই মিলে সে দিকে আলোকপাত করার চেষ্টা করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ব্লগে শুধুমাত্র সাধারণ মানুষ সহ, ব্লগার ভাইদের বিরক্ত, হিংসা, কুৎসা রটনা ইত্যাদি খারাপ কাজকে উসকে দেওয়ার জন্য কিছু হিন্দু লোক সদা সর্বদা, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে। শুধু মাত্র ইসলাম ধর্মকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে। নানান অযাচিত, অহেতুক আর বিভিন্ন মিথ্যা এবং গায়ে পড়ে অসত্য কথা যা ইবলিশ শয়তানও বলতে ভয় পাবে সেই গুলি এই কতিপয় হিন্দু লোক বলে কয়ে এবং করে যাচ্ছে। তার মধ্যে 'সত্যবচন', 'মেয়েবেলা', 'স্বাধীনতা', 'ভিক্টোরিয়া' ইত্যাদি। যাতে করে আমরা সেই তাদের ফাঁদে পা দেই এবং তাদের যেন গালাগালি করি।কিন্তু না আমরা মুসলমান কাউকে গালাগালি করা আমাদের কাজ নয়। আবার অহেতুক কেউ ঝগড়া বাধাতে আসলে আমরা তাকে ছেড়েও দিইনা। মুহাম্মদ ঘোরী আর বোরহানউদ্দিন সহ শাহমুখদুমের উত্তর সূরী আমরা। যাই হোক এদের দ্বারা অনেকেই সাময়িক বিভ্রান্ত হয়। আমরা চাইনা কোন কারণে ধর্ম নিয়ে বিতর্ক করতে। কারণ ইসলাম কোন বিতর্কের বিষয় নয়। তাও আবার অথর্ব, মুর্খ এবং আধা শিক্ষিত এই অর্বাচীন হিন্দু কিছু লোকের সাথে, যারা নিজেদের ধর্ম সম্পর্কেও কিছু জানেনা। ইসলাম কি রকম ধর্ম, তাহা জানে আল্লামা ইসলামুল হক (সাবেক শিব শাস্র মহারাজ, ১০ কোটি হিন্দুর দেবতা ছিলেন যিনি), সুনিতা উইলিয়াম ( নাসার বিজ্ঞানী), নরেন্দ্র মোদীর বড় ভাই, আব্দুল আউয়াল ঠাকুর, আবুল হোসেন ভট্টাচার্য্য এ রকম হাজারো কোটি মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে যাওয়ার কাহিনী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় নিজেদের উৎসর্গ করেছেন। আর এই 'সত্যবচন' আর 'মেয়েবেলা'র মত কাফের, মুশরিক যাদের অন্তর মোহর দিয়ে আটকানো তারা এই দু কলম লেখা লিখে ইসলামের ক্ষতি করতে পারবে? কত বড় বড় ইবলিশ , নমরূদ, ফেরাউন, আবু জাহেল এরা নিশ্চিহ্ন হয়ে গেছে আল্লাহর গজবে আর এরা কোন ছাড়? কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ব্রাহ্মন হিন্দু মুসলমান হয়ে গেলে তাকে জিজ্ঞাসা করা হল আপনি কেন মুসলমান হলেন ? সে বলল মনে করুন ধ্রুপদির মত কেউ যদি এখন পাঁচ জন স্বামী গ্রহণ করে তা হলে কি অবস্থাটা হবে চিন্তা করুনত আমি এই ভয়েই মুসলমান হয়ে গেছি। যা হোক আমরা আল্লাহর কাছে এদের জন্য প্রার্থনা করি যাতে এরাও যেন সুমহান ইসলামের ছায়া তলে নিজেদের স্থান করে নিতে পারে মহান আল্লাহর রহমতে।

কিন্তু জনাব সম্মানীত সম্পাদক সাহেবকে বলি, ব্লগের যে নীতি মালা আছে তা বারবার ভঙ্গ করার পরও কেন এই সব মুশরিকদের আইডি মুছে ফেলেন না? এটাই আমি বুঝতে পারছিনা। শুধু মাত্র ইসলাম ধর্ম নিয়ে নানান কুটুক্তি করার জন্য কি এদের কিছু বলছেন না? আমরাত অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি করি না। যার যার ধর্ম সে পালন করবে আর সে নিজে জবাবদিহি করবে তাতে আমাদের কিছু আসে যায়না। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে একতরফা চুলকানী দিয়ে ঘা বাধানোর কোন ইচ্ছাই মুসলমানদের নেই, ছিলনা, থাকবেওনা। দয়া করে ব্লগের নীতিমালা রক্ষা করুন। নিজের অঙ্গীকার রক্ষা করুন। দয়া করে হিজড়ার মত আচরণ করবেন না।

বিষয়: বিবিধ

২৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File