বৃষ্টি ভেঁজা দিন।
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২৩ অক্টোবর, ২০১৪, ০৬:৪৪:৩৫ সকাল
হঠাৎ বৃষ্টি হওয়াতে
পুর্বের ন্যায় শান্ত অথচ
স্নীগ্ধ কন্ঠে শুধুয়েছিলে
বৃষ্টিতে ভিজবে নাকি ?
আজ মনে পড়ে যায়
হাজারো বিকেলের
শীতল করা বড় বড়
াবৃষ্টির ফোঁটায় আবগাহন করা।
সেই সাথে মায়ের বকুনি,
গভির রাতে প্রচন্ড জ্বরের ঘোরে
ুউল্টা পাল্টা কথা বলা।
কি মজাইনা হতো তাইনা ?
অথচ দেখো কত বৃষ্টি
কত বিকেল, মন আর
ভিজতে চায়না আগের মত।
যেনো গা বাচিয়ে চলা সবাই।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি একটু কম বুঝি তো
দারুণ হয়েছে কবিতা, বৃষ্টির সাথে সাথে একরাশ ভাল লাগার অনুভূতি হালকা ভিজিয়ে গেল যেন!
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা......
মন্তব্য করতে লগইন করুন