আমাদের প্রবাস জীবন
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২২ অক্টোবর, ২০১৪, ০৩:২৮:৪৬ রাত
দেশে কর্মসংস্থানের অভাবে কাজ পায়না বলে লাখ লাখ মানুষ প্রতিবছর বিভিন্ন দেশে ছুটে চলেছে।। প্রবাসে এসে কেউবা সফল হয় কেউবা কস্টের সাগরে নিমর্জিত হয়।। প্রবাসে দুঃখি মানুষদেরকে দেখলে খুব খারাপ লাগে।। তাদের বেশির ভাগই গরিব মানুষ।। প্রতারকের খপ্পরে পরে লাখ টাকা খরচ করে প্রবাসে এসে ওরা কম বেতনের চাকরি করে ভিসার টাকা তুলতেই হিমশিম খাচ্ছে।।ফ্রি ভিসায় প্রবাসে এসে অদক্ক এই প্রবাসিদেরকে কাজ পেতে অনেক কস্ট হয়।। তাই প্রবাসে আসার আগে জেনে শুনে আসা উচিত।।দালালের মিস্টি কথায় লোভনীয় প্রস্তাবে রাজি না হয়ে যে প্রতিস্টান থেকে ভিসা বের হবে সেই প্রতিস্টান সম্পর্কে তথ্য সংগ্রহ করা উচিত।। জেনে শুনে না আসলে বিপদে পড়ার সম্ভাবনা আছে।।
বিষয়: বিবিধ
২২৪৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"প্রবাস জীবন আমার বুক টা থাকে শুণ্য,
প্রিয় জনদের কয়েক সেকেন্ডের ১টা কলের জন্য।"
যে পুলিশ বাহিনি প্রত্যন্ত গ্রাম থেকে কুরআন শিক্ষার দায়ে নারি দের গ্রেফতার করতে পারে তারা কিন্তু এদেরকে খুজে পায়না!!!
মন্তব্য করতে লগইন করুন