ফারুকী
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫৬:২৯ সকাল
ফারুকী হত্যার দায়ে ছয় উপস্থাপকের বিরুদ্বে মামলা। সেটা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিনা।
সরি আমি মৃত ফারুকি সাহেবের প্রতি সম্মান রেখেই গল্পটা লিখছি কারন আমরা কেউ জানিনা আল্লাহ কার সাথে কেমন আচরন করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন।
মনে পড়ে গেলো সে গল্পটির কথা '' এক গ্রামে বাস করতো খুব খারাপ এক লোক সব সময় তার যন্ত্রনায় অতিস্ঠ থাকতো গ্রামের সবাই। এক দিন খবর এলো এই লোকটা মারা গিয়েছে সবাই খুশি হয়ে হাফ ছেড়ে বাঁচলো আর বললো এবার একটু গ্রামটায় শান্তি আসবে। কিন্তু শান্তি যাদের কপালে নাই তারা কিভাবে শান্তি পাবে বলু। এর একটু পরেই পুলিশ এসে সারা গ্রাম বাসিকে ধরে নিয়ে গেলো। কারন একটাই খারাপ লোকটি যে মারা গিয়েছে সে মরেছে গ্রামের একটি আম বাগানে নিজে গলায় ফাঁসি দিয়ে তার লটকানো লাশ দেখে পুলিশ সারা গ্রাম বাসীকে ধরে নিয়ে গেলো। গ্রাম বাসী তখন বললো শালা জীবত থাকতেও আমাদের জ্বালিয়েছে এখন মরে গিয়েও জ্বালাচ্ছে।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন