ফারুকী

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫৬:২৯ সকাল

ফারুকী হত্যার দায়ে ছয় উপস্থাপকের বিরুদ্বে মামলা। সেটা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিনা।

সরি আমি মৃত ফারুকি সাহেবের প্রতি সম্মান রেখেই গল্পটা লিখছি কারন আমরা কেউ জানিনা আল্লাহ কার সাথে কেমন আচরন করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন।

মনে পড়ে গেলো সে গল্পটির কথা '' এক গ্রামে বাস করতো খুব খারাপ এক লোক সব সময় তার যন্ত্রনায় অতিস্ঠ থাকতো গ্রামের সবাই। এক দিন খবর এলো এই লোকটা মারা গিয়েছে সবাই খুশি হয়ে হাফ ছেড়ে বাঁচলো আর বললো এবার একটু গ্রামটায় শান্তি আসবে। কিন্তু শান্তি যাদের কপালে নাই তারা কিভাবে শান্তি পাবে বলু। এর একটু পরেই পুলিশ এসে সারা গ্রাম বাসিকে ধরে নিয়ে গেলো। কারন একটাই খারাপ লোকটি যে মারা গিয়েছে সে মরেছে গ্রামের একটি আম বাগানে নিজে গলায় ফাঁসি দিয়ে তার লটকানো লাশ দেখে পুলিশ সারা গ্রাম বাসীকে ধরে নিয়ে গেলো। গ্রাম বাসী তখন বললো শালা জীবত থাকতেও আমাদের জ্বালিয়েছে এখন মরে গিয়েও জ্বালাচ্ছে।

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261960
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০০
কাহাফ লিখেছেন : যথার্থ ভাবেই মিলে যাচ্ছে অবস্হা........। ধন্যবাদ ভাই।
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
206142
মুহছিনা খাঁন লিখেছেন : চেস্টা করছি মাত্র।
261995
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
206141
মুহছিনা খাঁন লিখেছেন : হাসতেছেন মনে হচ্ছে ।
262010
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
দ্য স্লেভ লিখেছেন : কোন কোন উপস্থাপককে পুলিশ এ্যারেস্ট করেছে ?
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:২৫
206140
মুহছিনা খাঁন লিখেছেন : ধরে নাইরে ভাই ভয় দেখাইছে ।
262026
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩২
সাহসী বালক লিখেছেন : কিসের সাথে কিসের তুলনা?এক অদ্ভুত এই পৃথিবীর মানুষ।ভাই মন খুলে হাসেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File