তারেক রহমানের ধর্মীয় জ্ঞান:

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৩:৪১ সকাল

যে যেটা জানে না, বুঝে না, তাকে সেটা না বলাই উওম। আর যদি বলেন, তবে তার বক্তব্য থেকে জ্ঞানের গভীরতা সহজে মেপে নেওয়া যায়। গত মঙ্গলবার লন্ডনে তারেক রহমান ‘ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারে না’ বলে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের আলোকে উনার ধর্মীয় জ্ঞান সহজেই অনুমেয়।

ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার অর্থই হলো ইসলামী রাজনীতি তথা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়া। পবিত্র কুরআনের ১২৮ স্থানে এবং হাদীস শরীফের অসংখ্য জায়গায় জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ধর্মীয় রাজনীতি ফরজ করা হয়েছে। অথচ তারেক রহমান কাদের চাপে কিংবা ধর্ম সম্পর্কে স্বল্প জেনে এহেন ইসলামবিদ্বেষী বক্তব্য দিলেন তা মুসলিম উম্মাহকে ভাবিয়ে তুলেছে।

তারেক রহমানের ব্যক্তিগত জীবনের দিকে দৃস্টিপাত দিলে দেখা যায়,ব্যক্তিগত জীবনে উনি এবং উনার পরিবার এর মধ্যে ইসলাম ধর্মের প্যাকটিস তেমন নেই। আর বাংলাদেশের রাজনীতিতে উনি একজন চরম " দূর্নীতি পরায়ন" লোক এ কথা সবাই জানে। যাকগে, আমি সেদিকে যাচ্ছি না। তবে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে যদি কেউ অপব্যাখা করে তবে আমরা তাকে প্রথমে সংশোধনের সুযোগ দিবো। আর যদি ইচ্ছাকৃত ভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো মাড়িয়ে যায়, তবে তৌহিদী জনতা নাস্তিকদের মত ঐসব জাতীয়াবদের পা চাটা কুকুরের জিব টেনে ছিঁড়ে ফেলবে।

অতএব, যা বলিবেন, বুঝে শুনে বলিবেন। যে বিষয়ে জ্ঞান নাই, সে বিষয় সম্পর্কে বক্তব্য দানে বিরত থাকুন।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261942
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
আজিম বিন মামুন লিখেছেন : ধর্ম মেনে রাজনীতি ইসলামের শুরুতে ছিল।
এখন এসব নেই।
মালিকের সংবিধানের কোন আইন কি চালু আছে?
মনগড়া সংবিধানে চলছে সব।
261954
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৫
হতভাগা লিখেছেন : ধর্ম নিয়ে রাজনীতি করে বাংলাদেশে খুব একটা সুবিধা পাওয়া যায় না এবং যারা বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে তারা মানুষ গুলোও কোন না কোন ভাবে কালারড্‌।

০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৯
205924
কাহাফ লিখেছেন : এর জন্যে মুসলিম নামধারী কিছু কুলাংগারই দায়ী বলে মনে হয়। এক ও নেক হয়ে এদের প্রতিহত করতে হবে।
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩২
205928
ওরিয়ন ১ লিখেছেন : কালারড্ আর আনকালারড্ এর প্রশ্ন না। আর দেশ বিদেশ বলে ও কিছু না। মুসলিমদের রাজনীতি হবে কোরান-সুন্নাহ ভিত্তিক।
261963
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৫
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সম্ভবত তারেক বলেছে "ধর্মের উপর বেইসড করে রাষ্ট হতে পারেনা।"
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩০
205927
ওরিয়ন ১ লিখেছেন : প্রথমত আপনি বলেছেন,সম্ভবত। আপনি কনফার্ম না, আর কনর্ফাম না হয়ে আন্দাজের উপর ভিত্তি করে কথা বলা ঠিক হবে না।
দ্বিত্বীয়ত বেইসড্ যদি করতে হয় তবে মুসলিমদের ধর্মের উপর বেইসড করে রাষ্ট করতে হবে, অন্য কিছুর উপর না। মুসলিমদের সবকিছুই তো ধর্মের উপর বেইসড করে হয়। মদীনার রাস্ট্র কি আরব জাতীয়তাবাদের উপর বেইসড্ করে হয়েছিল নাকি ইসলাম ধর্মের উপর বেইসড্ করে হয়েছিল?
262398
০৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
মুিজব িবন আদম লিখেছেন : উনি একজন দূর্নীতি পরায়ন লোক - এ কথা যেহেতু সবাই জানে। তাই তার কথার ভিত্তিও থাকার কথা নয়। উনি এদেশের কর্ণধার হলে মহৎ কিছু এমন আশা করা ঠিক হবে না। উনার পিতা আর উনি সমান ধরনের মানুষ না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File