মনে পড়ে
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০৪:১৪ সকাল
মনে পড়ে ভাই বোনের সাথে
হাসি কান্না আর ঝগড়ার মুহুর্ত।
মনে পড়ে শুধু এক সাথে বসে
সবাই মিলে অনেক্ষন ধরে গল্প।
সেই মুহুর্ত সেই ক্ষন কোথায় পাবো
কেউ বলে দিতে পারেনি আজো।
আমার মনটা ভার হয়ে আছে সারাক্ষন
দু' চোখ ভাসছে শুধু হারিয়ে যাওয়া ক্ষন।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন