মুসলিম দাবি করতে প্রথমই যা লাগে-
লিখেছেন লিখেছেন কুরআনের যোদ্ধা ২৯ মে, ২০১৩, ১০:৪১:১৩ সকাল
মুসলমানদের প্রধান দুইটি মুল্যবান জিনিস হলো কুরআন এবং নবীর সুন্নাহ। সে অনুযায়ীই আমাদেরকে পরিচালিত হতে হবে।
হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর নবী (সাঃ) বলেছেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে..
১. তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও তার রাসূল প্রিয়তর হয়।
২. কাউকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে।
৩. আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে।
-[আল বুখারী, কিতাবুল ঈমান,১৫]
তবে রাসূল(সা এর কটুক্তিকারীদের সাথে বন্ধুত্ব/ সমর্থন দিয়েও যদি মুসলিম দাবি করা হয়! তা হবে মুনাফেকী আচরণ!!
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন