শেখ হাসিনার একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ৩১ জুলাই, ২০১৩, ১১:৩০:৩৭ সকাল
মিল্কম্যান সিনেমাটিক ভাবে স্বগোত্রিয় কিলারদের গুলিতে মারা গেল। এটা
একটা সাধারন ঘটনা কিন্তু এর মাঝে অস্বাভাবিক ধুম্রজাল সৃষ্টির মশলা , কিলারের বেশ ভুসা পুরা ইসলামিক , সাদা পাঞ্জাবি পাজামা এমনকি মাথায় টুপি পর্যন্ত আছে । এ যেন নাটকের সব অপরাধীর মাথায় টুপি বাসানোর মত সাজানো। এর পিছনে কি ছিল? এটা কি নিছক অপরাধীর জনতার সাথে মিশে যাবার কৌশল , নাকি গতানুগতিক আওয়ামী রাজনীতির নীল নকশার অসফল বাস্তবায়ন।
ভেবে দেখেন আজ যদি ভিডিও ফুটেজ এর মাধ্যমে প্রকৃত অপরাধী ধরা না পড়ত , তবে পেপারের শিরোনাম আর টেলিভিশনের BAL পোষা সাংবাদিকরা কিভাবে মুখে ফেনা ই না তুলতো।
আর প্রধান মন্ত্রী হাসিনা হয়ত ঘোষণা দিয়ে বসতো , BAL আর বসে থাকবে না, রক্তের বদলা রক্ত নিতে সবাই ঝাপিয়ে পড়ুন।
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন