মিথ্যাবাদী প্রথম আলো , সাম্প্রদায়িক ফায়দা তুলতে চায় সবখানে।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৭ জানুয়ারি, ২০১৪, ১০:৩৮:৫৪ সকাল
আজকের প্রথম আলো হেডিং টা দেখুন
আর বর্ননা পড়ুন কি হৃদয় বিদারক ঘটনা। নাকি ১০ টি বাড়ি পুড়িয়ে দিয়েছে কিন্তু একটি ও পোড়া বাড়ির ছবি মিথ্যাবাদীরা দিতে পারেনি কারন আসলে এমন কোন ঘটনাই ঘটেনি।
মারামারি স্থানীয় হিন্দুদের সাথে ঘটেছে কিন্তু তার জন্য পাঙ্খা গজানো হিন্দুরাই দায়ী , প্রথমে তাদে ছোড়া ইটের আঘাতে মুসলিম এক ছেলের মাথা ফেটেছে এর পরেই হামলার সূত্রপাত।
মুল ঘটনা আমি বলি, আমার বাড়ি রুপদিয়া এবং আমার এক বোনের সসুর বাড়ি ঘটনা স্থলের কাছাকাছি যারা এখন পুরা পরিবার রণজিৎ রায় এম্পির গুণ্ডা পাণ্ডা এবং পুলিশের ভয়ে পলাতক ।
নির্বাচনের দিন স্থানীয় বিএনপি , জামায়াত কর্মিরা দেশব্যাপী নির্বাচন প্রতিহত করনের অংশ হিসাবে নোয়াপাড়া এলাকায় ও সবাইকে ভোট দিতে বাধা প্রদান করে। মালোপাড়ার হিন্দু ভোটারগন ও বাধার মুখে পড়ে। গণ্ডগোলের প্রথম পর্ব হচ্ছে এটা দ্বিতীয় পর্ব হচ্ছে ভোটের দিন রাতে স্থানীয় বিএনপি জামাতের ছেলেরা মাইক বাজিয়ে পিকনিক করার সময় মালোপাড়ার কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে তাদের লক্ষ্য ইট নিক্ষেপ করলে এক ছেলে মাথা ফেটে গুরুতর আহত হয়। এর পর শুরু হয় তৃত্বিয় পর্বের ঘটনা, ইট নিক্ষেপ কারি গুণ্ডাদের উপর ধাওয়া এবং পরক্ষনে পুলিশ দিয়ে হামলা, মামলা।
একটা বিষয় চিন্তা করেন কয়েকদিন আগে সাতক্ষিরা তে কিভাবে পুলিশ বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙ্গেছে তার ছবি আমরা পত্রিকায় দেখেছি। তখন তথাকথিত মানবতাবাদী পত্রিকা প্রথম-আলো নিশ্চুপ আর এখন একটি তুচ্ছ ঘটনাকে রং চং মাখিয়ে জাতীয় ইস্যু বানাচ্ছে। আর তাতে হিংসার আগুন ছড়াচ্ছে আরও কিছু ভোদায় পাবলিক, মাত্র কয়েকদিন আগে দিল্লিতে বর্তমান সংসদ সদস্যর বাড়ি সহ হাজার হাজার লোকের বাড়ি ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয়েছে। যারা এখন তাঁবুর মাঝে মানবেতর জীবন যাপন করছে তখন কোথায় থাকে মানবতা।
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন