হায়েনারা আতংকে, তাই বারবার বন্ধ হচ্ছে BD Today. একটু সচেতন হন বন্ধ হলেও ব্রাওজ করুন

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ২৯ জানুয়ারি, ২০১৪, ১১:১৪:০৬ সকাল

হায়েনার দলেরা ধারাল নখরের আড়ালে নিজ নিজ কলিজাকে নিরাপদ ভাবতে পারছে না, বুঝে গেছে খুবই শীঘ্র অত্যাচারিত মানুষের ঘৃণার লাথিতে তাদের কলিজা ফেটে যাবে। তাই ভিন্ন মত প্রকাশ একেবারেই সহ্য করতে পারছেনা তারা। নিজেরা হাজার হাজার হলুদ সংবাদ পত্র দিয়া নানা মিথ্যা প্রচার করলেও জনগণ তা বিশ্বাস করছেনা তা তারা জানে, তাই জনগণ যেন সত্য কোন ভাবে জানতে না পারে এজন্য বার বার তাদের বাবার পথ ধরে বন্ধ করে দিচ্ছে পত্রিকা গুলি, সোনার বাংলা ব্লগ থেকে শুরু করে টুডে ব্লগ বারে বারে বন্ধ করে দেয়া হচ্ছে । তাই প্রিয় ব্লগার এবং ব্লগ পাঠকদের কে বলতে চাই আজকের প্রযুক্তি বিশ্বে কোন সাইট আটকে রাখা খুবই কঠিন । যদি কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়।

আমরা অনেকেই TOR project সমর্কে জানি , আর যদি না জানি তবে জেনে নেব , আমি শুধু একটু সংক্ষিপ্ত ধারনা দেয়, এটা একটা বিশেষ ধরনের ব্রাওজার (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রম) যেটা দিয়ে বাইরের দেশের আইপি দিয়ে আপনি বাংলাদেশে বন্ধ করা সাইট ভিজিট করতে পারবেন।

তাছাড়া আপনি প্রক্সি সাইট দিয়ে ও একই কাজ করতে পারেন। এ ধরনের প্রক্সির ঠিকানা আপনি গুগলে একটু খোঁজ করলেই পাবেন। যেমন http://www.zacebook.com.

আমি আশা করি ব্লগ কতৃপক্ষ এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169432
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
হতভাগা লিখেছেন : টুমরো ব্লগের ব্লগারদের আরও সচেতন হতে হবে পোস্ট ও কমেন্ট করার ক্ষেত্রে ।
169461
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা আশা করি বিডিটুডে কর্তৃপক্ষ তাদের সততার পক্ষে অবিচল থাকবে।
169509
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
শিশির ভেজা ভোর লিখেছেন : বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা আশা করি বিডিটুডে কর্তৃপক্ষ তাদের সততার পক্ষে অবিচল থাকবে।
169727
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : টুডে এগিয়ে যাবে তার আপন শক্তিতে আল্লাহর উপর ভরসা করে
169842
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File