আরও আচানক ঘটনা সামনেই দেখতে পাবে জাতি?
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৪ জুন, ২০১৪, ০২:২১:০২ দুপুর
নানা প্রকারের হুজুগে বাংগালি এখন আর কোন হুজুগেই মাতেনা। হাসিনার নানা কর্মকান্ডে দেশবাসি এখন স্বাভাবিক রসবোধ হারিয়ে ফেলেছে, বগলে কাতুকুতু দিলেও হাসেনা মুখে জুতার বাড়ি দিলেও অপমানিত বোধ করেনা। সেই বাঙালি আজ নারায়ণগঞ্জের সেভেন মার্ডার আর নোয়াখালির জ্যান্ত চিতা র কারনে হাসিনার উপর যারপর নাই ক্ষিপ্ত, তপ্ত হয়ে গেছে জনমন শুধু একটু জালিয়ে দিলেই তছনস হয়ে যাবে হাসিনার মসনদ।
কি হবে এখন?
চিন্তা নাই , চাই নাটক শক্তিশালী সিনেমা, যা জাতির মাথা ঘুরিয়ে দেবে।
নাটক-১ ঃ বার্মা সিমান্তে গোলাগুলি , আমার মনে হয় এ নাটক পুরা ফ্লপ হয়েছে, যেদিন বোন ফেলানি ঘাতক দাদাদের গুলিতে কাটাতারের উপর ঝুলে কাঁতরে মরে গিয়েছিল, সেদিন প্রতিমানুষের মুখ চেপে ধরেছিল , দাদাদের দালালরা , তারপর বিএস এফ পশুরা কত বাংলাদেশি ভাইদের ই তো মারল। কই সরকার তো কিছু বলেনি ? আমরা ও সহ্য করা শিখে গেছি। ১৬ কোটী মানুষ আমরা দু একশো মরলে কি হবে? তাই এ নাটক ফেল।
নাটক-২ঃ রক্তপায়ী আওয়ামী শাসক র্যাবকে দিয়ে দেশে গুম খুনের মিছিল বিয়ে দিয়েছে, দল কানা আমরা গায়ে বাতাস লাগিয়ে বলেছি , ওরা জামাত , ওরা রাজাকার, এই নামে কত লোক ই মারল তারা হয়ত কোন মিছিল ই ঠিকমত কোনদিন করেনি , সেদিন অ সুশীল শূয়রেরা কিছু বলেনি। কিন্তু আজ পাপির পাপ এখন এত বেড়ে গেছে এ তারা ৬ কোটি টাকার বিনিময়ে মানুশ মারার ঠিকে নিয়ে ১১ জনকে মেরে , দেশে বিদেশে তাদের অবস্থান কে তলানিতে নিয়ে গেছে এবং পাশের দেশের নির্বাচনে পেয়ারের বন্ধুরা যখন গোহারা হেরে ক্ষমতা ছাড়া হয়েছে তখন নতুন দাদা সরকারকে কিভাবে দেখানো যায় , দাদা আমরা আপনার পাছা চেটে দেয়ার জন্য প্রস্তুত তখন র্যাবকে করানো হলও হবিগঞ্জের অস্ত্র উদ্ধার নাটক।
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাটক-২ঃ রক্তপায়ী আওয়ামী শাসক র্যাবকে দিয়ে দেশে গুম খুনের মিছিল বিয়ে দিয়েছে, দল কানা আমরা গায়ে বাতাস লাগিয়ে বলেছি , ওরা জামাত , ওরা রাজাকার, এই নামে কত লোক ই মারল তারা হয়ত কোন মিছিল ই ঠিকমত কোনদিন করেনি , সেদিন অ সুশীল শূয়রেরা কিছু বলেনি
মন্তব্য করতে লগইন করুন