ভোটের পথ থেকে সরে যাচ্ছে আওয়ামীলীগ, আপনি কোথায় থাকবেন?

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ১৪ জুলাই, ২০১৩, ১০:৫৩:৩৯ রাত

পাচ পাচ সিটি কর্পোরেশন নির্বাচনে হাচিনার দল গোহারা হারার পর বুঝতে পেরেছে ভোট চেয়ে আর হবেনা। এমন কি ভোট চুরি করা ও কঠিন ব্যাপার হয়ে দাড়াচ্ছে। ১৯-২০ হার হলেও চুরি করে ফল বদলে দেয়া যায়, কিন্তু অবস্থা এমন যে খাস আওয়ামি চামচা ছাড়া সাধারন ভদ্র আওয়ামি ভোটার ও এই চোর লুটেরা সরকার থেকে মুখ শুধু ফিরিয়ে নেয়নি বরং সুযোগ পেলে তাদের মুখে ঘৃনার থুথু দেয়ার অপেক্ষায় দিন গুজরান করছে সে বিষয় তারা মর্মে মর্মে বুঝে ফেলেছে।

তাই গাজিপুরের সালিসে সম্ভ্রম হারানো ঝগড়াটে বধূ , চিন্তা করে দেখেছে সম্মানের চাদর আর গায়ে রেখে লাভ নেই । আসল রুপ নিয়েই নেমে পড়ি।

ভেবে দেখুন আওয়ামী লীগ ৫মে হেফাজতের নিরীহ ভাইদের হত্যা করে খুব ফুরফুরে মেজাজে ছিল, কারন রক্ত পায়ী ড্রাকুলা রক্ত পান করেই সুখি হতে পারে। মানূষ সাজতে গেলেই যত বিপত্তি । তাই ড্রাকুলা ইজ কামিং ব্যাক উইথ হার রিয়েল ফেস।

ব্যাকফুটে থাকা বুনো হায়েনার দলেরা আবার রক্ত খেয়ে সতেজ হতে চাচ্ছে কিন্তু সে সুযোগ দেয়া যাবেনা, প্লিজ রাস্তায় পুলিশে ওপেন ফায়ারের মুখে যাবেন না । আপনার জিবন কে বাচিয়ে রাখুন শুয়োর মারার সময় পরে পাওয়া যাবে। বুনো শুয়োরের খোয়াড় ছোট হয়ে আসছে। সামনে হয়ত আর থাকবে না।

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File