সময় চিরকাল এক রকম থাকেনা, সাদ্দামের বিচার হয়েছে, গাদ্দাফি ও শাস্তি পেয়েছে, সবাই তার প্রাপ্য পেয়ে যাবে একদিন।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ১১ মে, ২০১৩, ১২:৪৮:২৪ দুপুর
দুজাইল নামক গ্রামের কথা আপনারা জানেন যেই গ্রামে সাদ্দাম প্রায় ৪০০০ হাজার গ্রামবাসী কে হত্যা করেছিল। এবং সেই হত্যা কান্ডের জন্যই সাদ্দামের ফাসি হয়েছিল।
ক্ষমতার বলে বলিয়ান সাদ্দাম
ফাসির দড়ি গলায় সাদ্দাম
আপনারা কি ভুলে গেছেন চরম স্বৈরশাসক গাদ্দাফির কি পরিণতি হয়েছে, রাস্তার মাঝে পশুর মত পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে।
গাদ্দাফি নারী পরিবেষ্টিত, ক্ষমতার চরম শিখরে
জনতার পিটুনিতে আস্তাকুড়ে মৃত গাদ্দাফি।
তাই মনে রাখবেন ক্ষমতা চিরদিন থাকবেনা, একদিন সময় তার হিসাব বুঝে নিবে, শাপলা চত্বরের রক্তের দাম পরিশোধ করা লাগবে , হাসিনা, মখা এবং দায়ী সবাই কে।
সেই দিনের অপেক্ষায় জাতি চেয়ে থাকবে।
বিষয়: বিবিধ
১৬৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন