একদিন শাপলা চত্বরে মনুমেন্ট হবে, ইতিহাস এই দায় শোধ করবে।

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৮ মে, ২০১৩, ০৫:৫৬:১০ বিকাল



প্রিয় শহিদ ভাইয়েরা।

ভালই হয়েছে আপনারা চলে গেছেন এই কুৎসিত পৃথিবী থেকে , এখানে থেকে কি লাভ ? শুধুই হানাহানি মিথ্যা , কদর্য মুখের মানুষের উদ্বাহু নৃত্য। যত দিন আরও বেশি থাকতেন তত বেশি বিতৃষ্ণায় ভঁরে যেতেন , হয়ত কোন শুয়রের পালের সাথে পড়ে আপনিও চলে যেতেন নষ্টের দখলে। তার চেয়ে এই ভাল শাহাদতের মর্যাদা নিয়ে চলে গেলেন ।

সবাই যাবে একদিন , ঐ শূয়োরমুখো মখা , ঐ হাসিনা কেউ থাকবেনা এই নশ্বর বিশ্বে, কিন্তু এই পৃথিবীতে আপনাদের জন্য আজ সারা জাতী কাদছে, দোওয়া করছে। এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলার মুসলিম এই শাহাদতের কথা স্মরণ করবে।

বিশ্বাস করেন একদিন মতিঝিলে শহীদ মিনার হবে ,



যেখানে মানুষ ফুল দিবে, দোয়া করবে এবং এই হাসিনার জন্য ঘৃনার স্তম্ভ হবে থুথু দিবে প্রতিটি বছর। বিশ্বাস করেন সত্যই হবে।

যে রক্ত আপনারা দিয়ে গেলেন, এই পবিত্র রক্ত বাংলার মাটির অপবিত্রতাকে দূর করে দেবে। শহিদেরা কোনদিন মৃত নয় কেন বলে আমি বুঝে গেছি আজ শাপলা চত্বরের কাছে গেলে চোখে ভাসে এই খানে দেশের অনেক প্রিয় আলেম জিবন দিয়েছে।

আল্লাহ শহীদদের জন্য নির্ধারিত স্থানে আপনাদের চির শান্তিতে নিশ্চিন্ত রাখুক।

আমিন।

বিষয়: বিবিধ

২০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File