মতিঝিল গণহত্যার বিচারের জন্য যার যা ক্ষমতা সে অনুযায়ী কাজ করুন।
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৬ মে, ২০১৩, ০৮:২৭:২৫ রাত
শত শত মানুষের রক্ত বৃথা যাবেনা। শাস্তি তারা পাবেই হয় দুনিয়ায় কিম্বা আল্লাহর কাছে। কিন্তু আপনি আমি অন্তত কিছু করার চেস্টা করি।
ক)টিভি মিডিয়া সব সরকারের দালালি করছে, সত্য বলার মত যা একটা ছিল তা বন্ধ করে দিয়েছে। সবাই আপনার মত ইন্টারনেট ব্যবহার করেনা তাই আপনি আপনার আশে পাশের মানুষ কে সঠিক খবর টা জানান , জনমত গড়ে তুলুন।
খ)আপনার আশে পাশে কেউ হতাহত হয়ে থাকলে তার তালিকা করুন এবং তা ব্লগের কোন এক পোষ্টে দিয়ে দেন একটা সঠিক তালিকা সবাই জানতে পারবে।
গ) গণহত্যার শিকার ভাই এর পরিবার কে যেভাবে পারেন সাহায্য করেন ।
ঘ) আগামীদিনের জন্য প্রস্তুত হন, আর গুলি খেয়ে মরলে হবেনা যুদ্ধ করে টিকে থাকতে হবে।
ঙ) ব্লগ কতৃপক্ষ কে অনুরোধ করব একটা বিশ্বাসযোগ্য কমিটি করে একটা ব্যাংক হিসাব খোলার জন্য যাতে সবাই দান ক্রতে পারে শহিদ ভাইদের পরিবার কে সহায়তা করার জন্য।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন