শহিদ ভাইদের লাশ গুলো দাফন হবে কি?
লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৬ মে, ২০১৩, ০২:৩২:৪৭ দুপুর
বিভিন্ন সুত্র থেকে বিভিন্ন রকমের সংখ্যা শোনা যাচ্ছে, কেউ বলছে ১০,০০০ কেউ বলছে ২০০০-৩০০০ আবার সরকারী দালাল মিডিয়া বলছে ১০-১৫ জন। তবে অনলাইন মিডিয়া , ব্লগ, ফেসবুকে যা দেখলাম আর আওয়ামী পুলিশের যে মানসিকতা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে লাশ ২০০০ এর অধিক অবশ্যই হবে, আমি রাতে যারা উপস্থিত ছিল তাদের কাছে শোনবার চেষ্টা করেছি কিন্তু তারাও বলতে পারেনি কারন সাউন্ড গ্রেনেডের প্রকান্ড শব্দে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে তারপর দশ হাজারের ও অধিক পুলিশ , র্যাব, বিজিবি এবং আওয়ামী শুয়োরের পাল এর মুহুর্মুহ গুলির মুখে দুনিয়ার সবচেয়ে সাহসী সেনাদল ও পজিশন নেবার জন্য ছোটাছুটি করবে আর সেখানে নিরীহ যারা কোনদিন ঢাকাতে আসেনি সেই সব লোকেদের কি অবস্থা হতে পারে বলেন।
হতবিহবল লোকেরা অন্ধকারে কে পাশে গুলিতে লুটিয়ে পড়েছে তার হিসাব করতে পারেনি। তবে ইটিভির ক্যামেরাম্যান এর ভাষ্যমতে তিনি নাকি পাচ ট্রাক লাশ দেখেছেন।
এই সব ভাই এর লাশ কি ইসলামী মতে দাফন হবে নাকি পুতে ফেলা হবে চির তরে ?
লাশের জন্য ট্রাক নিয়ে আসা হয়েছে।
রক্তে ভেসে যাচ্ছে রাজপথ
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন