ন্যাকা কান্না কাদছে মিডিয়া।

লিখেছেন লিখেছেন সালাম বাংলাদেশ ০৫ মে, ২০১৩, ০৯:৩৯:৫৫ রাত

হেফাজতের লোকেরা নাকি কুরান পোড়াচ্ছে তাই দেখে কলিজা পুড়ে যাচ্ছে নাস্তিক সাহবাগিদের। এটা নিয়ে মিডিয়া তে তাল বাহানা করছে তারা, বিরামহীন ত্যানা পেচিয়ে যাচ্ছে হেফাজত এর লোকেরা নাকি আগুন দিয়ে দোকান পুড়িয়ে দিচ্ছে, আমি বিকাল পাচটা পর্যন্ত পল্টন এ ছিলাম পুলিশ মুহুর্মুহ গুলি আর টিয়ার গ্যাস ফায়ার করছে। পাখির মত টার্গেট করছে প্রতিবাদ কারি ভাইদের। গুলি করে ছিদ্র করে দিয়েছে কারো বুক কারো মাথা। সেসব নিয়ে তাদের মাথা ব্যাথা নেই, যারা বাইতুল মোকাররমে পুলিশের বুটে ক্ষত বিক্ষত করে মুস্লিমের হৃদয় অবলীলায়। তালা মারে গেটে সেই তারা আজ কুমিরের কান্না করছে।

হাসুন এমন হাসির আইটেম আর পাবেন না।







তারা দেখে না বিনা উস্কানিতে কিভাবে মানুশ মারা হচ্ছে।

হ্যা তা তারা দেখবে কেন অরা শুয়র তাই মানুষের প্রতি তাদের কোন ভুমিকা নেই।

আসুন এগিয়ে যায় এই সব বিপ্লবি ভাইদের সাহায্যে। যেভাবে পারি বসে থাকার সময় আর নেই।

বিষয়: বিবিধ

৩৬৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File