আমার মাই আমার সব
লিখেছেন লিখেছেন টালের পাখা ০২ এপ্রিল, ২০১৩, ০৪:০২:৫৬ বিকাল
মা! ভালো লাগার শব্দ, ভালবাসার শব্দ, একটি নির্ভরতার শব্দ। মা সাহস, বুদ্ধি আর বিবেকের শব্দ। আমার মা আমার জীবন চলার দুঃসাহসিক পথের ক্লান্তিহীন অনুপ্রেরণার উৎস। মা আমার মাথার তাজ। মা আমার শরীরের প্রতিটি রক্ত কনিকা। মা আমার সবার উর্ধে। আমরা ভাইবোনেরা যখন নিজেদের স্থানে নিজেকে শীর্ষে রাখার প্রতিযেগীতায় ব্যস্ত ঠিক তখনই মা আমাদের শান্তির প্রতীক হয়ে আসে। মার প্রসঙ্গ আসলে আমরা ভাইবোনেরা হারিয়ে যাই মার স্নেহ ভালবাসার কোমল ছোয়াঁর মহাসাগরে। আমরা ভুলে যাই আমাদের প্রতিযোগীতার কথা। আমার মা সেই মা, যাকে চোখ বুজেও দেখতে পাই, অনুভব করি আমার মাথায় মার অকৃত্রিম স্নেহ ভালবাসার পরস। অফিসের দায়বদ্ধতা পালন করার ফাকেঁ যখন ক্লান্তিময় শরীরটা চেয়ারে হেলিয়ে দেই তখন মনে পড়ে মার কথা। কিন্তু কি আশ্চর্য ব্যপার ক্লান্তিগুলো চলে যায় অনেক দুরে। বিশ্বাস আপনাদের কাছে যারা পড়ছেন। কিন্তু আমারতো এমনটাই হয়। আমার মা অসু্স্থ। তাই খুব চিন্তা হয়। মার ডায়বেটিস ১৯ হয়ে গেছে। নামছেনা নিচে। এইত কিছুদিন আগে আমার বন্ধুর বাবার দুটি কিডনি অকেযু হয়ে গেছে ডায়বেটিস থেকে। তাই সবার কাছে অনুরোধ আপনারা আমার মার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে যেন সৃষ্টিকর্তা আমার মাকে সুস্থ করে দেয়। মাকে নিয়ে লিখলে শেষ করতে পারবোনা কোনদিন। কিন্তু আরোও লিখব, লিখেই যাব গভীর শ্রদ্ধা ভরে।
বিষয়: Contest_mother
২৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন