জিততে মানা
লিখেছেন লিখেছেন মামুন আহমেদ ০২ এপ্রিল, ২০১৩, ০৪:০৫:৪১ বিকাল
সামনে বাধা আসলে আসুক
পথ চলা থামলে থামুক
আমার কিছু বলার নেই।
গাধাগুলো মরলে মরুক
শেয়ালগুলো শোষণ করুক
আমার কোন ক্ষতি নেই।
মরছে মানুষ মরুক আরও
কাঁদছে মানুষ কাঁদুক আরও
আমার তাতে ভাবনা কি?
মরছে কত পাঠা-ছাগল
কাঁদছে যত বদ্ধ পাগল
তাতে আমার ক্ষতি কি?
জীবন মানে বেঁচে থাকা
বাঁচা মানে মুখিয়ে থাকা
আমি বেঁচে আছি তো!
কেন এমন মানবতা
ভুলছে সকল আমজনতা
হেরে আমি যাবই তো!
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন