থানায় রেখে মা মেয়েকে যখন পুলিশ নামের জানোয়ারেরা গণধর্ষণ করেছিলো তখন আপনাদের সুশীলতার মানবাধিকার কই থাকে !!!

লিখেছেন লিখেছেন সোহাগ ০২ এপ্রিল, ২০১৩, ০৪:০৮:৫৩ বিকাল

একজন ভাইয়ের লেখা, শেয়ার না করে পারলাম নাঃ



রাজশাহীতে কাল শিবিরের কর্মীদের হাতে পুলিশ নামক এক আওয়ামী গুন্ডা আহত হওয়ার পর কিছু সুশীলদের চুলকানি দেখে তাজ্জ্বব হয়ে গেলাম ..কিন্তু এই সুশীলরা তখন সুশীলতার আন্ডা মুখে দিয়ে রেখেছিল যখন পুলিশ গুন্ডারা ২২০ জন মানুষকে পাখির মত গুলি করে মারলো , ৫ হাজার মানুষকে গুলি করে পঙ্গু করে দিয়েছিল ,বিনা কারণে প্রায় ৪০ হাজার মানুষকে জেলে বন্দী করে চাদাবাজি করে যাচ্ছে ..আবিদের মত একটি নিস্পাপ ফুলকে ধরে নিয়ে চোখ উপড়ে তার পর হত্যা করে ছিল ..নোমানির রক্তে ছাত্রলীগ পুলিশ হলি খেলেছিল ..যখন প্রেগনেন্ট একটি মেয়েকে কোর্টের ৮ তলা থেকে লিফট থাকা সত্বে ও সিড়ি দিয়ে নামিয়েছিল, থানায় রেখে মা মেয়েকে পুলিশ নামের জানোয়ারেরা গণধর্ষণ করেছিলো, যখন হরতালে গ্রেপ্তার করে থানায় নিয়ে সাধারণ মানুষকে গুলি করার পর তার পা কেটে ফেলতে হয়েছিলো , যখন পুলিশের গুলিতে মুজাহিদ ইমরানের মগজ বের হয়ে রাজপথ পিচ্ছিল হলো , যখন গণতান্ত্রিক দেশে মিছিলে পুলিশের রাবার বুলেটের যন্ত্রণা হাজার হাজার মানুষকে সারা জীবন বইতে হবে, যখন একজন চক্ষু ডাক্তারকে গ্রেপ্তারের ১৮ দিন পর জঙ্গি হিসাবে মিডিয়ায় আনে ...যখন ক্লাস নাইনের একটি মেয়েকে বৈধ ইসলামী সংগঠনের সাথে জড়িত থাকার কারণে রিমান্ডে নিয়ে হিজাব খুলতে বাধ্য করে .তখন আপনাদের সুশীলতার মানবাধিকার কই থাকে..যদি এই পর্যন্ত ১০০ পুলিশ আহত হয় তাহলে আরো ৪৯০০ বাকি ..যদি ৬ জন পুলিশ মারা যায় তাহলে আরো ২১৪ জন বাকি ..যেই দিন সমান সমান হবে সেই দিন আপনাদের সুশীলতা দেখাইয়েন ..তার আগে আপনাদের সুশীলতার খেতা পুড়ি..এর মধ্যে আপনারা পুলিশগুলোকে বলেন আওয়ামীলীগ থেকে মানুষ হতে

বিষয়: বিবিধ

২০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File