দ্বিতীয় মৃত্যুর পর...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৮:১১ রাত
সে একবার ঝড় এসেছিল এখানে, প্রচণ্ড ঝড়।
মধ্যরাতের ভয়ঙ্কর কাল বোশেখীর মতো
দুমড়ে মুছড়ে চুরমার করে দিয়েছিল আমার ভিতরের পৃথিবী।
দীর্ঘকাল ব্যপ্ত করে কল্পনার কনক্রিট দিয়ে আমি
তিলে তিলে যাকে গড়েছিলাম —আমার স্বপ্নভাস্কর্য নগরী।
কিন্তু, ঐ এক ঝড়েই সব শেষ।
জীবনবাদী মানুষরা কখনো হাল ছাড়ে না।
আমিও ছাড়িনি। মনের সবটুকু সাহস, শিল্পত্ব দিয়ে
আমি আবার গড়ে তুলতে চেষ্টা করেছি আমার সেই স্বপ্ননগরীকে।
ভিন্নপথে হেঁটে ভিন্নভাবে আমি ভুলতে চেয়েছি আমার সর্বস্ব হারানো শোক।
ভিন্ন দৃষ্টিতে আমি দেখতে চেয়েছি আমার স্বপ্নভাস্কর্যের বাস্তবিক রূপ।
কিন্তু আবার এই ভয়ঙ্কর ঝড় কেন?
জীবনের এতোটা পথ শেষে কেন এই নূহের প্লাবন?
জগতের বাসিন্দারা অন্ধকারে উদভ্রান্ত হয়ে গেলে
রবের পক্ষ থেকে নাকি ধ্বংস আসে, নূহের প্লাবন আসে।
আমার হৃদয়ও কি তবে অন্ধকারে উদভ্রান্ত?
নূহের প্লাবনে নাকি পৃথিবীর দ্বিতীয় মৃত্যু হয়েছিল।
আমার হৃদয়েরও আজ দ্বিতীয় মৃত্যু হয়েছে।
আমার পৃথিবী এখন এক মৃত নগরী।
যেন কোন বহতা নদীর অববাহিকায় জেগে ওঠা
কোন এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। সময়ের সাক্ষী হয়ে
এখন অবশিষ্ট আছে শুধু কিছু স্মৃতিচিহ্ন। বাকিটুকু ইতিহাস।
আমার আর বুঝতে বাকি নেই— স্বপ্নের মৃত্যু মানুষের জীবনকে ট্রাজিক করে তোলে।
তবে নূহের প্লাবন শেষে পৃথিবীতে আবার আবাদ হয়েছিল।
আমার হৃদয়েও কি হবে?
০২.১২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১২৯২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'অন্যায় ভাবে একটা মানব হত্যা সমগ্র মানব হত্যা যেন! সে হিসেবে একটা স্বপ্নময় মন ভাংগা এমনই মারাত্মক একটা কাজ!'
অনেক অনেক শুভ কামনা রইল ভাই!!
কবিতা-ই ভেবেছিলাম,
কিন্তু মন্তব্যে বুঝলাম- বাস্তবতা বিদ্যমান!!
বিশেষ কোন সঙ্কট??
ব্যক্তিগত/পারিবারিক/অন্যকিছু??
পরামর্শ করছেন কারো সাথে??
একান্ত ব্যক্তিগত হলেও একাই সবকিছু সমাধান করা যায়না!!
দোয়া করি...
কবিতাই লিখেছি মনে হয়। সমাধানের চেষ্টা চলছে। দোয়ার জন্য অনেক ধন্যবাদ রইলো ভাই
মন্তব্য করতে লগইন করুন