সমুদ্রচারণ
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৬ আগস্ট, ২০১৫, ০৪:২৮:১৮ বিকাল
আমি এখনো সমুদ্রে যাই
অর্ফিয়াসের সুরের মতো সমুদ্রের শাঁ শাঁ শব্দ
আমার হৃদয় তারে তারে ছুঁয়ে যায়
আমি উদ্বেল-
বিভোল হয়ে বারবার ছুটে আসি সমুদ্রে
আমি নির্বাক
নির্বিকার পাথরের উপর দাঁড়িয়ে থাকি
হৃদয়-আঙ্কিকের সীমান্ত পেরিয়ে অনন্ত নীলিমায় ডানা মেলা গাংচিল।
আমি এখনো সমুদ্রে যাই
বাতাসে ভেসে আসা সুখ-
সুরা পিয়ে অতৃপ্ত-তৃপ্তায় নেচে ওঠে অন্তর।
আমার মানসপটে
বারবার ভেসে ওঠে বালুচর
আমি শরম হারানো প্রেমিকের মতো
বারবার ছুটে আসি
চুপচুপ ঢেউয়ে ভেজা বালুতে
ক্ষণিকের চিন্হ রেখে আমি হেঁটে চলি দূরে
দূরে কোথাও দূরান্তে
পথ হারানো পথিকের মতো নিরন্তর।
আমি এখনো ছুটে যাই সমুদ্রে
০৫.০৮.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১০৫৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন