ক্লান্তিময় হাসি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৩ জুলাই, ২০১৫, ০২:৫৮:১১ দুপুর
এক আলো ঝলমলে শ্রাবণ সন্ধ্যার
রাঙানো মুহুর্তে দেখা হয়েছিল দুজনার
লজ্জায় লুকানো চোখের
ঘোমটাকে একটু তুলে সে আমাকে বলেছিল-
‘কেমন আছেন?’
তার সাজানো মুখ
লুকোচুরি ভাব
শীতল কণ্ঠের আবেশে
তলিয়ে যাওয়া নৌকার মতো
আমি হারিয়ে ফেলেছিলাম আমার আমিত্বকে।
একেবারে হাই স্মার্ট ভাব নিয়ে
বিরহ মাখানো কণ্ঠে আমি বলেছিলাম
‘আমার ভালো থাকা তো সব তোমার কাছে’
একটু অপ্রস্তুত
বৃষ্টিতে ভেজা প্রকৃতির মতো মুখ
তবু ছলনা মাখানো কণ্ঠে সে বলেছিল
‘এটা কেমন কথা?’
কথাহীন সেই আমি
নিজের ভিতরে নিজেকে লুকিয়ে ভাবুক কবির মতো
দিয়েছিলাম একটি ক্লান্তিময় হাসি।
তারপর ‘যার পথে যে’
আমি কখনো ভুলিনি তাকে
কি জানি
সেই হাসিতে সে খুঁজেছিল কিনা তার উত্তর!
_
১১.০৬.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
৯৬৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন