আমার গ্রাম
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৯ মার্চ, ২০১৫, ০৯:৪৭:৪৬ সকাল
বাড়ির পিছে অথৈ জলের পুকুর
পুকুর ভরা নানান জাতের মাছ
সামনে আছে বিশাল বড় উঠোন
চারপাশেতে ফুলের-ফলের গাছ।
আশেপাশে পড়শি আছে অনেক
একের প্রতি অন্যের কতো মায়া
দুঃখ-সুখে কেউ কারো নয় পর
সবাই যেন সবার আপন ছায়া।
একটু দূরে বিশাল ধানের মাঠ
মাঠভরা সব সোনার বরণ ধান
কৃষাণের দল ব্যস্ত ধানের মাঠে
কণ্ঠ ছেড়ে গায় যে সুখের গান।
পশ্চিমেতে গাঁয়ের মসজিদ ভিটা
মধুর সূরে আযান আসে ভেসে
গাছে গাছে হাজার পাখির মেলা
পাখির গানে পরান ওঠে হেসে।
শ্যামলীমায় সাজানো আঁর গাঁয়ে
গাছের ছায়া আর মায়াবতী বন
গভীর মায়ায় গাঁয়ের সবাই গাঁথা
একলা তারে ভাবে কতোই মন।
০৮.০৩.২০১৫
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
৯৬১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাল তোলা নৌকাটা কি পুকুরেই চলতেছে ?
অনেক সুন্দর হয়েছে ছোটদা ।
মন্তব্য করতে লগইন করুন