বাংলা মায়ের ছবি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৪০:৫৬ রাত
হঠাৎ ভীষণ
ইচ্ছে করে
শিল্পী হবো আমি
রঙ তুলিতে
আঁকবো ছবি
হীরার মতো দামি।
ছোট্ট একটি
ঘর আঁকবো
ঘরের পাশে গাছ
গাছের ডালে
হলদেচরীর
তাকদিনা দিন নাচ।
একটু দূরে
থাকবে নদী
নদীর শীতল ঢেউ
বাংলা ছাড়া
এমন দৃশ্য
কোথায় পাবে কেউ?
নদীর মাঝে
চলবে মাঝির
পাল উড়ানো নাও
শেষ হবে না
নদীর তবু
যতোই দূরে যাও।
থাকবে উপর
সুনীল আকাশ
নানান পাখির ঝাক
ঢেউ খেলানো
মন ভরানো
বক শালিক আর কাক।
মিষ্টি কড়া
রোদ ঝরানো
ঝলঝলে লাল রবি
তুলির টানে
আঁকবো এমন
বাংলা মায়ের ছবি।
(আসলে একটি কবিতা লেখার পর সেটি প্রকাশ না করলে মনে কেমন একটি খুতখুতানি থেকে যায়, তাই দিয়েই দিলাম)
২৪.০২.২০১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ
আনোয়ারা, চট্টগ্রাম।
বিষয়: সাহিত্য
১৬৮৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গ্রামীন জনপদের এমন স্বপ্নময় সুন্দর পরিবেশ-পরিস্হিতি দিন দিন হারিয়েই যাচ্ছে!
এমন চমৎকার ছন্দময়তার আবহ ফুটিয়ে তোলায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান!!
র্্যাবের নাচন
মামুর দাপাদাপী,
দাড়ি টুপি
হুজুর পেলেই কি
ধরবে কলার চাপি?
আমি শিক্ষাবোর্ডে থাকলে অবশ্যই এটাকে ক্লাস টুয়ের বাংলা বইয়ে অন্তর্ভূক্ত করতাম। ওদের জন্য একদম পারফেক্ট।
দিনে দিনে পরিণত হচ্ছ। ভালো হলে ভালোই বলা হয়।
ভাই অনেক সুন্দর হয়েছে.............ক্লাশ টু এর বইতে অন্তভুক্ত করার জন্য সুপারিশ করা হলো.......
মন্তব্য করতে লগইন করুন