কবে তুমি আসবে?

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩০:১৮ সন্ধ্যা

কত বিষন্ন বিকেল ঝরে গেছে

শুকনো পাতার মতো

তোমার অপেক্ষায় থেকে থেকে

তবু তুমি আসনি।

একটি রক্তগোলাপ-

হৃদয় মাতানো সুরভি নিয়ে তোমার আসার কথা ছিল।

ভুবন ভুলানো আবেশ,

নতুন স্বপ্ন, নতুন উচ্ছ্বাসে মাতিয়ে রাখার কথা ছিল আমার পৃথিবীকে

অথচ তুমি আসনি।

জীবনের ভুলগুলো আজ বেড়ে গেছে

অসময়ের শ্যাওলার মতো,

হৃদয়ের ঋণও আজ বেড়ে গলা ছোঁয় ছোঁয়

তবু তুমি আসনি।

সময়ের ব্যবধানে আঁধার এখানে আরো শক্ত ভীত গেড়েছে,

আঁধার-শূন্যতা আর আমি

আজ সব যেন একাকার।

তবু আমিও আশাহীন নই,

‘আশায় মানুষ বাঁচে’

তাই তিমির অমানিশায় জাগ্রত দু’টি চোখ নিয়ে

আমি এখনো তোমার অপেক্ষায় থাকি।

একটি রক্তলাল সূর্য-

আঁধার বিনাশী বর্ণালী আলো নিয়ে

কবে তুমি আসবে?

৩১.১২.২০১৪

আনোয়ারা, চট্টগ্রাম।

বিষয়: সাহিত্য

১৫৯৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298347
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
আফরা লিখেছেন : আরো অপেক্ষা করেন ছোটদা আসবে তাকে আসতেই হবে -------
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
241532
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আসবে ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় আছি। ২০১৪ আমার জীবনের সবচেয়ে বাজে বছর। আমি এতটা ফাযিল হয়েছি, তা ভাবলে আমি নিজেও অনুশোচনায় পুড়ে যাই।
তবে ২০১৫ টা হবে আমার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বছর। ১৫’র মাঝামাঝিতে আমাদের ফাইনাল ইয়ার শেষ হবে। চাকরীর প্রস্তুতি নিতে হবে। দোয়া করিও ছোটদার জন্য...
অনেক ধন্যবাদ বুবু
298358
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কবিতা দারুণ লেগেছে। আসলে সবসময়ই এত সুন্দর কবিতা লিখেন যে, আলাদাভাবে প্রশংসা করার শব্দ খুঁজে পাইনা। ভালো লেখকদের প্রতি সবসময় মনে শ্রদ্ধা পোষণ করি। আপনার জন্যও তাই একরাশ শ্রদ্ধা নিবেদন করছি। ভালো থাকুন।
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
241538
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি ভীষণ লাজুক টাইপের ছেলে। কমেন্টে কিংবা বিভিন্ন লেখায় অনেক দুষ্টমি করি সামনা সামনি কথা বলতে আমি এতটা লজ্জা পাই যে বুঝাতে পারবো না।
এভাবে কেউ বললে আমি সত্যি সত্যি একটু শরম উপভোগ করি। দোয়া রাখবেন যেন ভালো লিখতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে
298364
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কবিতার তুমিকে কেউ মেয়ে মনে করলে নিশ্চয় ভীষণ রকম বোকামী হবে। এই তুমির কিছুটা কবিতায় বলেছি বাকিটা রহস্যময়ী থেকে যাক!
298367
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০১
প্রবাসী মজুমদার লিখেছেন : .... m/ Thumbs Up

কত শত রাত নিশাচরের মত
প্রত্যাশায় জেগে থাকি প্রিয়।
অপেক্ষা,
এটিই বুঝি শেষ সকাল।
কিন্তুু সকাল আর হয়না।
সুর্যের আভাকে মেঘলা আকাশ
কেবলি ঘিরে রাখে।
বায়বীয় ধোয়ার মাঝে
আসন্ন বিপ্লবকে বেধে দেয়

তবুও অপেক্ষার শেষ নেই। কারণ
মৃত্যুর পরেও আর একটা পাওয়া আছে।
সে বড় পাওয়াটির প্রত্যাশায়
ও বুক বেধে কল্পলোকে বেচে থাকে।
অবশেষে..
বিশাল মিছিল। প্রকম্পিত জনপদ।
চোরাগুপ্তা হামলা, গুলিবর্ষণ,
চীতকার, হাহাকার।
তারপর গভীল নিস্তব্ধতা।
হঠাত মসজিদের মিনার থেকে
আজান ভেসে আসে।
এ আজান যেন হাজার বছরের
শ্রেষ্ঠ আজান।
এ আজান বিজয়ের আজান।
এ আজান মুক্তির আজান।
এ আজান জান্নাতি আজান।
এ আজান বেলালের আজান।
অপেক্ষার বাধ ভেং্গে তুপ্ত কন্ঠে
একটি প্রকম্পিত সুর বের হয়ে এল
আল্লাহু আকবার।
এ আজানের অপেক্ষায় অপেক্ষা করছি।



ধন্যবাদ হে কবি। আপনার কবিতার থিমটা দারুন। কল্পনায় ভেসে ভেসে এক অনাগত বিপ্লবের ছবি প্রিয়সীর
রুপের উপর ভর করে যেভাবে একেছেন তা সত্যিই চমতকার। তাই কবিতার ভাষায় মনের কথাগুলো রেখে গেলাম। ধন্যবাদ
০১ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৭
241595
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একটি রক্তগোলাপ, একটি রক্তলাল সূর্য, একটি সুদিনের অপেক্ষায়! অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট রেখে যাওয়ার জন্য। আমি মুগ্ধ হলাম আপনার কমেন্টে।
298409
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৯
শেখের পোলা লিখেছেন : অপেক্ষা করুন হে কবিবর, নিঠুরা একদিন আসবেই, আর ভালবাসবেই৷
০১ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৮
241597
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালোবাসার কারো জন্য এই অপেক্ষা না। একটি রক্তগোলাপ, বর্ণালী সকাল, একটি সুন্দর সুদিনের জন্য। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
298464
০১ জানুয়ারি ২০১৫ রাত ০২:২২
রফিক ফয়েজী লিখেছেন : বিজয়ের মাধ্যমে শেষ হউক অপেক্ষার প্রহর।ধন্যবাদ।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১২
241706
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর প্রত্যাশার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুন।Good Luck Good Luck Good Luck Good Luck
298501
০১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫১
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, "তবু তুমি আসনি"

ভাইয়া কবিতার থিমটা অনেক সুন্দর যত দুর আমি বুঝতে পারছি......। Good Luck
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৪
241707
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তবু সে আসেনি, হয়তো তার আসার সময় হয়নি! তবে আমিও আশাবাদী- সে আসবেই ইনশাআল্লাহ। পড়ালেখা শেষ করে একটি সুন্দর চাকরী, একজন সুন্দরী... ই তো মানুষের বড় প্রত্যাশা, সো আমার প্রত্যাশাও ভিন্ন নয়। অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
298563
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কত বিষন্ন বিকেল ঝরে গেছে
শুকনো পাতার মতো
তোমার অপেক্ষায় থেকে থেকে
তবু তুমি আসনি।

এর থেকে করুণ আকুতি আর কি হতে পারে Broken Heart Broken Heart কবিতায় যেন আমি আমাকে খুঁজে পেলাম। এক কথায় অসাধারণ লিখেছেন।
০১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২২
241708
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার কমেন্ট পড়ে নিজেকে কবি কবি মনে হচ্ছে। যদিও কবিদেরকে আমার পছন্দ কম! কবিতার মূল সূরটিই আপনি ধরতে পেরেছেন- ‘আকুতি’। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টের জন্যGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File