আক্কেল দাত নাকি জারগো দাত?

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২০ ডিসেম্বর, ২০১৪, ১১:১৮:৫৭ রাত

বুড়োবুড়িরা এসব দাতের নাম আক্কেল দাত কেন রাখছে জানি না! আমার তো মনে হয় এসব দাতের নাম হওয়া উচিৎ জারগো দাত। চট্টগ্রামের ভাষায় ‘জারগো’ শব্দের অর্থ দুষ্ট বা শয়তান।

গ্রামে এক ধরনের কচু পাওয়া যায় যাকে সবাই জারগো কচু বলে। কারণ এসব কচু খায়লে ভীষণ রকম গলা চুলকায়। তেমনই এই সব দাত উঠলেও মানুষের মুখে ভীষণ রকম ব্যাথা আর চুলচুলায়। সো এই সব দাতের নাম হওয়া উচিৎ জারগো দাত।

সেই কখন মার্চ থেকে দাত উঠতেছে, শালা এখনো পুরোপুরি উঠে উঠতে পারেনি। এত দিন পরে এসে আবার নতুন আরেকটা মাথা বের হয়েছে। ব্যাথা যে কারে কয়, আমিই শুধু জানি।

তাছাড়া দাতের ব্যাথার সাথে রাতের একটা কেমন যেন সম্পর্ক আছে। রাত যত গভীর হয় দাতের ব্যাথাও তত চুলচুলিয়ে বাড়তে থাকে। আর সেই রাত যদি হয় শীতের রাত তবে তো আর কথাই নাই। সব মিলিয়ে অসহ্য হয়ে উঠে সব।

দাতের ব্যাথায় ভীষন কষ্টে আছি। মনে হচ্ছে এ আমার সাকারাতুল মাওত চলতেছে। বন্ধু/বান্ধবী/শত্রু সবাই দোয়া করবেন যেন ব্যাথাটা অন্তত কমে যায়। দাতের ব্যাথা নিয়ে সেই তখন একটা ছড়া লিখেছিলাম, ইচ্ছে হলে পড়ে আসতে পারেন- দাতের ব্যাথায় কাতর -এখানে ক্লিক করুন

বিষয়: বিবিধ

২৩৮২ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296077
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৪
239538
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই আগা তলা সব ঠিক আছে?
296084
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দাঁত উঠা মানে তো আক্কেল হইছে মানে বিয়ের উপযুক্ত হইছেন!!!
বেশি ব্যাথা করলে আমার কাছে আসতে পারেন। হাতুরি দিয়া এক বাড়ি দিলে দাঁত উঠে যাবে!!!
২০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪১
239540
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহাহা কি যে বলেন ভাই! ‘বউ’ বিষয়টাকে এখন জাল ফাটার মতো মনে হয়। আগে চাকরী।
ব্যাথা তো দাতে না, গালে, মানে দাতের আশেপাশের জায়গায়, এক বারি দিয়ে দাত ফেলে দিলে তো ঘটনা আরো জটিল হয়ে যাবে, তাছাড়া এখন শীতকাল।
296094
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪২
আফরা লিখেছেন : জী ছোটদা আমার শুনা কথা দাঁতের ব্যাথার কষ্ট নাকি সংসার ভাংগার কষ্টের চেয়ে ও বেশী ।

দাঁতের ব্যাথা ছোটদা নো চিন্তা আমার কাছে
এইটা আছে ।
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০২
239600
লজিকাল ভাইছা লিখেছেন : Nose Pliers. OMG!!!! As a Surgery Instruments
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১২
239814
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ আফরারে তুমি দুইটা আক্কেল দাত দেও, যাতে বুঝতে পারে ব্যাথা কারে কয়।
296095
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : উঠছে ভায়া'র জারগো দাঁত,
চুলকানিতে ব্যস্ত হাত Happy
ঘুম আসেনা ব্যাথার চোটে,
কষ্ট বাড়ায় শীতের রাত Love Struck Love Struck Love Struck
দোয়া করি, আরো দুই-একটা জারগো দাঁত আপনার মাড়িতে পিলারের মত জেগে উঠুক! : Angel Angel
২২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৫
239815
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আল্লাহ ইমরান ভাইরেও আপনি ছয়টা আক্কেল দাত দিন, ব্যাথায় যেন....
296108
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২২
সামসুল আলম দোয়েল লিখেছেন : আক্কেল হবে, ব্যাথা তো একটু লাগবেই।।।।।।
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৭
239878
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আক্কেল আর হজম হয় নারে ভাই, এখন তো বেহজম হওয়া শুরু করছে...
296115
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৪৫
শেখের পোলা লিখেছেন : অন্য দাঁত গুলোতে না জানিয়ে ওঠে এটি যে আক্কেল সাথে নিয়ে আসে৷ তাই এ জানান দিয়েই আসে৷ আক্কেল এবার হবে মনে হয়৷
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩২
239880
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি কি আবে বেআক্কেল ছিলাম ভাই? এত আক্কেলের ঠেলা আর সহ্য হয় না। দোয়া করিয়েন
296120
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:০০
কাহাফ লিখেছেন :
'হাটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়'
ব্যথার কষ্ট স হ্য না করলে চলবে কেন!
উপকারী বিষয় কষ্টেই মেলে!
আপনার আক্কেল পুর্ণতা পাচ্ছে জেনে ব হুত খুশি আমি!!!
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
239886
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই এসব কথা কি বাস্তব, নাকি বুড়োবুড়ির কথা। আক্কেল দাত উঠলে নাকি আক্কেল বাড়ে, বই কিতাবে এ ব্যাপারে কিছু আছে কিনা জানি না, জানা থাকলে জানায়েন, উপকৃত হবো
296145
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:১১
পুস্পগন্ধা লিখেছেন : কিছু পেতে হলে তো একটু কস্ট করতেই হবে তাইনা?
আপনি এতদিন বেয়াক্কেল ছিলেন আর এখন আক্কেল প্রাপ্ত হচ্ছেন, তো একটু নাহয় ব্যাথায় ব্যাথিত হলেন।


[চাইলে একটু লবন সহযোগে গরম পানি অথবা ফিটকিরি ব্যবহার করে দেখতে পারেন]
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৪
239893
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গরম পানি আর লবন দিয়ে কুলি করতে করতে গাল পুড়ে গেছে, তরকারীর স্বাদ ঠিক মতো বুঝতে পারছি না। খায়তেও পারতেছি না। ইচ্ছে করে হাতুড়ি দিয়ে এক বারি দিয়ে দাতটা ফেলে দিতে
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৬
239906
পুস্পগন্ধা লিখেছেন : আহারে !!!!
কিন্তু মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলে দিলে ব্যাথা আশা করি বাড়বে বই কমবে না। আর তাই মুঘলের সাথে যেহেতু আছেন খানা তো খেতে হবেই.....
296147
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
লজিকাল ভাইছা লিখেছেন : জাউরগো দাঁত,
১০
296148
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০৪
লজিকাল ভাইছা লিখেছেন :

যেটা ভাল লাগে, ব্যাবহার করতে পারেন।

২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
239894
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাহাহাহহাহা একটাও লাগবে না, পারলে একটু পানি গরম করে দিন, সাথে লবনসহ
১১
296255
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দাত ফেলে দেব থাপ্পর মেরে
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:০২
239899
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তোমারেই তো খুঁজতেছি। ওহ তুমি তো ছোট পোলা এখনো আক্কেল দাত উঠে নাই মনে হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File