অনিমিখ আঁখিতে
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৫:৪৪ দুপুর
অমন অনিমিখ আঁখিতে তুমি আর চেয়ো না হরিণী
সময়ের কেমন এক দূর্বোধ্য ভাষা আছে তোমার দু’চোখে,
কি জানি ওরা কি বলে যায় আমাকে?
যদি ভুল করে দিঘীতে তলিয়ে যাওয়া সিঁকির মতো
তোমার কাজলের গভীরে আমি হারিয়ে যাই,
অথবা ইচ্ছে করে ডুব দিয়ে কালো কাজলে সাজানো
চোখের অতলে লুকিয়ে যাই তবে কি হবে?
যদি চোখের ভাষা বুঝে ফেলে চোখ,
যদি গোপনে গোপনে চোখের আলপনা হয়ে যাই, তখনইবা কি হবে?
না না থাক! আর অত গভীরে যাওয়ার প্রয়োজন নাই!
দয়া করে অমন অনিমিখ আঁখিতে
তুমি আর চেয়ো না হরিণী নয়তো আমার ভুল হয়ে যাবে!
০৯.১২.২০১৪
আনোয়ারা, চট্টগ্রাম
বিষয়: সাহিত্য
১১৫৮ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দয়া করে অমন অনিমিখ আঁখিতে
তুমি আর চেয়ো না হরিণী নয়তো আমার ভুল হয়ে যাবে!
ভুল করতে চাইনি বলেই তো এই আবেদন!একটা হাসি আসলো!
আমাদের ক্লাশের একটা মেয়েকে নিয়ে লিখছি, ফেবুতে কালকে দিছি তাকে উৎসর্গ করেছি কবিতাটি। তার বিয়েও ঠিক করা আছে। কিন্তু সুন্দরের প্রতি আকর্ষণ সবার আছে। ছেলেরা না হয় সরাসরি দেখে কিন্তু মেয়েদের ব্যাপারটা...থাক!
তখনইবা কি হবে?
তবে আশা রাখি কোন একদিন দেখা হয়ে যাবে! অনেক ধন্যবাদ আপনাকে
একটা ছোট্ট পরামর্শ, অথবা বলা যায় একজন সুহৃদ পাঠকের পক্ষ থেকে তার প্রিয় লেখককে শুধু স্মরণ করিয়ে দেয়া যে, 'তোমার কাজলের গভীরে আমি হারিয়ে যায়'- বাক্যটির শেষ অংশে 'যায়' শব্দটি 'যাই'; এভাবে লিখলে বাক্যটি আরো বেশি নির্ভুল হত! এটা যে প্রথম পুরুষে'র কথা!
আমার এই স্পর্ধাটুকু সহৃদয়ে গ্রহণ করলে খুশি হব। ভালো থাকুন।
ভাই আমি তো যাই-ই লিখছি। তাছাড়া এই যাওয়াটা তো আমার দ্বারা হবে আমি উত্তম পুরুষ, সো যাই হবে তো। আমি যাই দিছি। আপনি হয়তো ভালো করে খেয়াল করেননি!
প্রশংসার প্লাবনে ভাসানোর জন্য মনের ভিতর থেকে আপনাকে একটা ধন্যবাদ, ভালোবাসা রইলো অনেক
ধন্যবাদ। খুব ভাল লাগার কবিতা। অনুভুতি রেখে গেলাম।
-এই কথাগুলো আমার কবিতায় রেখে যাওয়ার জন্য আমি অনেক ধন্য মনে করছি আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে ভালোবাসা রইলো! আগেই বলেছি কয়েক জনের মুখ না দেখলে লেখাকে মূল্যহীন মনে হয়।
অনেক ধন্যবাদ আপনাকে মন্ত্বব্যের জন্য
কই এতো কঠিন? দাঁড়াও সহজ করে একটা আনবো...ভালোবাসা রইলো(পবিত্র কিন্তু)
যেমন:
যদি চোখের ভাষা বুঝে ফেলে চোখ,
যদি গোপনে গোপনে চোখের আলপনা হয়ে যাই, তখনইবা কি হবে?
জলদি একশবার পানিতে চুবান দেয়া দরকার!!!
পাঞ্জাবী আসলেই রোমান্টিক! ভালো লাগে খুব, তাছাড়া মাদ্রাসার স্টেুডেন্ট ছিলাম তো! তুমিও পরো, সুন্দর লাগবে!
মন্তব্য করতে লগইন করুন